‘আমরা গুচ্ছ ভর্তি পরীক্ষায় যেতে চেয়েছিলাম, আমাদের নেওয়া হয়নি’

ড. মশিউর রহমান
ড. মশিউর রহমান   © সংগৃহীত

‘দেশের সব বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয়ভাবে কেন ভর্তি পরীক্ষা নেওয়া যাবে না, কেনও আমরা এতোগুলো ভর্তি পরীক্ষা নেই? এমন প্রশ্ন তুলেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান। 

উপাচার্য বলেন, কেন্দ্রীয়ভাবে কেন ভর্তি পরীক্ষা নেয়া হবেনা এসব বিষয়ে কথা না বলে বরং বলা হয় জাতীয় বিশ্ববিদ্যালয় কেনও ভর্তি পরীক্ষা আগে নেয়? ​পৃথিবীর অন্যান্য দেশ একটি ম্যাথডে ভর্তি নিচ্ছে, আমরা পারছি না। আমরা (জাতীয় বিশ্ববিদ্যালয়) গুচ্ছ ভর্তি পরীক্ষায় যেতে চেয়েছিলাম, আমাদেরকে নেওয়া হয়নি।

শুক্রবার (২১ অক্টোবর) রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিকল্প কী তৈরি করেছি? আমাদের অনেক বিশ্ববিদ্যালয় আছে। লাখ লাখ শিক্ষার্থী উচ্চমাধ্যমিক পাস করে, তাদের জন্য বিকল্প কী তৈরি করতে পেরেছি? আমরা কারিগরি শিক্ষার কথা বহুদিন থেকে শুনি। আসলে এসব শিক্ষার্থীদের জন্য কারিগরিতে সেই ব্যবস্থা তৈরি করতে পেরেছি? আমরা বেসরকারি বিশ্বদ্যিালয় প্রতিষ্ঠা করেছি। যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে না, তখন এই শিক্ষার্থীদের জন্য একমাত্র বিকল্প প্রাইভেট বিশ্ববিদ্যালয়।’ 

ড. মশিউর রহমান প্রশ্ন করেন, ‘ইংরেজি মাধ্যমে পড়া শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির অপশন তৈরি করছি, নাকি দেশের বাইরে যাওয়ার জন্য বাধ্য করছি? আমার শিক্ষা ব্যবস্থায় সেই পরিকল্পনা কই? যেখানে শহরের মধ্যবিত্ত যেসব শিক্ষার্থী ইংরেজি মাধ্যমে পড়ে, তারা কি আমাদের সমাজের শিক্ষার্থী না? আমরা মাদ্রাসার বেলায় যতটা, ইংরেজি মাধ্যমের বেলায় ততটা কি ইনক্লুসিভ? তা নাহলে আমাদের পলিসিতে ভুল আছে। আমরা কি সেই প্রশ্ন করি? 


সর্বশেষ সংবাদ