ইন্টার্নশিপ করতে মালয়েশিয়া যাচ্ছেন সিভাসুর ৫১ শিক্ষার্থী

ইন্টার্নশিপ করতে মালয়েশিয়া যাচ্ছেন সিভাসুর ৫১ শিক্ষার্থী
ইন্টার্নশিপ করতে মালয়েশিয়া যাচ্ছেন সিভাসুর ৫১ শিক্ষার্থী  © সংগৃহীত

ইন্টার্নশিপ করতে মালয়েশিয়া যাচ্ছেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ফিশারিজ অনুষদের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ৫১ জন শিক্ষার্থী। শিক্ষা ও গবেষণা বিনিময়ের লক্ষ্যে স্বাক্ষরিত এক সমঝোতা চুক্তি (এমওইউ) অনুযায়ী উক্ত ব্যাচের সকল শিক্ষার্থী এক মাস বিনা খরচে মালয়েশিয়ার উক্ত বিশ^বিদ্যালয়ে অবস্থান করে ইন্টার্নশিপ কার্যক্রম সম্পন্ন করবে।

শনিবার (২২ অক্টোবর) তারা ‘ইউনিভার্সিটি মালয়েশিয়া তেরেঙ্গানু’র উদ্দেশ্যে যাত্রা করবেন বলে বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়। শিক্ষার্থীদের মালয়েশিয়া গমন উপলক্ষে ফিশারিজ অনুষদ উক্ত মতবিনিময় সভার আয়োজন করে।

আরও পড়ুন: জীবন যুদ্ধে হার না মানা সৈনিক তিতুমীর কলেজের ইসমাইল

ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নূরুল আবছার খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ সিভাসু উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভাসুর পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. এ. কে. এম. সাইফুদ্দিন এবং পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. ওমর ফারুক মিয়াজী। স্বাগত বক্তব্য রাখেন ফিশিং ও পোস্ট-হারভেস্ট টেকনোলজি বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মো: ফয়সাল।

সভায় ইউনিভার্সিটি মালয়েশিয়া তেরেঙ্গানু’র অভিজ্ঞতা বিনিময় করেন মেরিন বায়োরিসোর্স সাইন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: আসাদুজ্জামান এবয় একোয়াকালচার বিভাগের সহকারী অধ্যাপক ড. হেলেনা খাতুন। উল্লেখ্য, সিভাসু’র এই দুইজন শিক্ষক একসময় মালয়েশিয়ার উক্ত বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন।

সভা সঞ্চালনা করেন মেরিন বায়োরিসোর্স সাইন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সাদেকুর রহমান খাঁন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence