এক সফটওয়্যারেই বিসিএস পরীক্ষার সব কাজ, বুয়েটের সঙ্গে চুক্তি

৩১ আগস্ট ২০২৫, ০৮:১০ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫০ PM
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান © সংগৃহীত

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষায় আধুনিক প্রযুক্তি ও স্বচ্ছতা নিশ্চিত করতে অটোমেশন প্রক্রিয়া চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রক্রিয়ায় একটি সফটওয়্যারের মাধ্যমে বিসিএস পরীক্ষার সব কার্যক্রম পরিচালনা করা হবে। এ লক্ষ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে পিএসসি।

রবিবার (৩১ আগস্ট) কমিশনের কার্যালয়ে পিএসসির পক্ষে প্রকল্প পরিচালক নাসির উদ্দিন আহম্মেদ এবং বুয়েট এর পক্ষে প্রফেসর ড. মোঃ আব্দুল জলিল স্বাক্ষর করেন।

বিজ্ঞপ্তিতে পিএসসি বলেছে, ‘পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) পরীক্ষা ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে পিএসসির ৭টি আঞ্চলিক কার্যালয় প্রতিষ্ঠাসহ সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় একটি সফটওয়্যার নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ এবং ব্যুরো অব রিসার্চ টেস্টিং এন্ড কনসালটেশনের (বিআরটিসি) সাথে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।’ 

পিএসসি জানিয়েছে, ‘এই চুক্তিতে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের পক্ষে প্রকল্প পরিচালক  আগামী ১৮ মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ সফটওয়্যার সিস্টেম ডেভেলপ করবে বুয়েট। এই প্রকল্পের মাধ্যমে বিপিএসসিতে আবেদন প্রক্রিয়া নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে সম্পন্ন হবে। সফটওয়্যারটি একটি বিসিএস এর শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপে ব্যবহৃত হবে।’

ধাপসমূহ বর্ণনা করতে গিয়ে পিএসসি বলছে, ‘পত্রিকায় ও ওয়েবসাইটে বিসিএস এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ/প্রচারের পর আবেদনপত্র গ্রহণ, আবেদনপত্র বাছাই, আবেদনপত্র প্রক্রিয়াকরণ, পরীক্ষার ফি আদায়, প্রবেশ পত্র প্রদান, প্রিলিমিনারী টেস্ট ও লিখিত পরীক্ষার হল ও আসন ব্যবস্থাপনা, প্রশ্নকারক/মডারেটর ব্যবস্থাপনা, প্রশ্নপত্র প্রণয়ন, প্রশ্নপত্র মুদ্রণ ও OMR সিট কেন্দ্রে এবং হলে বিতরণ ব্যবস্থাপনা, ফলাফল প্রক্রিয়াকরণ, মৌখিক পরীক্ষার বোর্ড বণ্টন ও নম্বর প্রদান ব্যবস্থাপনা এবং চূড়ান্ত ফলাফল প্রক্রিয়াকরণ ইত্যাদি পুরো কাজটি সফটওয়্যার সলিউশন এর মাধ্যমে করা হবে। এতে করে প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত এবং পরীক্ষা কার্যক্রম গতিশীল ও ত্বরান্বিত হবে। প্রার্থীর সময়, খরচ ও ভিজিট (TCV) কমবে।’

চুক্তি স্বাক্ষরের সময় বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম, বিজ্ঞ সদস্যবৃন্দ, কমিশন সচিবালয়ের সচিব, সিস্টেম এনালিস্ট ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নারী কর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্…
  • ২১ জানুয়ারি ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের বারান্দা থেকে নবজাতক উদ্ধার
  • ২১ জানুয়ারি ২০২৬
যেসব আসনে প্রার্থিতা প্রত্যাহার করল গণঅধিকার পরিষদ
  • ২১ জানুয়ারি ২০২৬
গ্রিনল্যান্ড: বৈশ্বিক যুদ্ধের নতুন কেন্দ্র?
  • ২১ জানুয়ারি ২০২৬
চবিতে আনোয়ারা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদ…
  • ২১ জানুয়ারি ২০২৬
বিএনপির নির্বাচনী জোট থেকে সরে একক নির্বাচনের ঘোষণা মান্নার
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9