জুনিয়র ইন্সট্রাক্টরদের ফল প্রকাশে আইন মন্ত্রণালয়ের মতামত চাইবে পিএসসি

১২ আগস্ট ২০২৪, ০৭:২৩ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৪২ AM
পিএসসি

পিএসসি © ফাইল ছবি

কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে জুনিয়র ইন্সট্রাক্টর নিয়োগের ফল প্রকাশের ক্ষেত্রে আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হবে। আগামীকাল মঙ্গলবার এ সংক্রান্ত একটি চিঠি মন্ত্রণালয়ে পাঠানো হবে।

সোমবার (১২ আগস্ট) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বিশেষ সভায় এ সিদ্ধান্ত হয়েছে। সভা শেষে পিএসসি’র একাধিক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন।

নাম অপ্রকাশিত রাখার শর্তে পিএসসি’র শীর্ষ এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘গতকাল (রবিবার) পিএসসি’র সামনে জুনিয়র ইন্সট্রাক্টর নিয়োগের ফল প্রত্যাশীরা বিক্ষোভ করেছেন। বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, জুনিয়র ইন্সট্রাক্টর নিয়োগের ফল প্রকাশের জন্য আইন মন্ত্রণালয়ের মতামত চাইব। মন্ত্রণালয় অনুমতি দিলে দ্রুত এ নিয়োগের ফল প্রকাশ করা হবে।’

এর আগে গত ৪ ফেব্রুয়ারি থেকে জুনিয়র ইন্সট্রাক্টরদের মৌখিক পরীক্ষা শুরু হয়। কয়েক ধাপে অনুষ্ঠিত হওয়া এ পরীক্ষা গত ২৭ মে শেষ হয়েছে।

জানা গেছে, পলিটেকনিক ইনস্টিটিউট ও টিএসসিতে ৪৪ ক্যাটাগরিতে ৩ হাজার ২০০ জুনিয়র ইন্সট্রাক্টর নিয়োগ দেওয়া হবে। এজন্য ৭ হাজার ৪০০ প্রার্থীর কাছে ২০২৩ সালের মে মাসে কাগজপত্র জমা নেয় পিএসসি। প্রথম দুই ধাপে প্রায় ৫ হাজার ৮০০ প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হয়। শেষ ধাপে এক হাজার ৬০০ প্রার্থীর ভাইভা নিয়েছে পিএসসি।

দেশকে বাঁচাতে হলে ধানের শীষে ভোট দিতে হবে
  • ২২ জানুয়ারি ২০২৬
আইসিসির সমালোচনায় বিসিবি সভাপতি বুলবুল
  • ২২ জানুয়ারি ২০২৬
প্রতীকসহ ৩০০ আসনের প্রার্থী তালিকা দেখুন এখানে
  • ২২ জানুয়ারি ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের খসড়া দেখুন এখানে
  • ২২ জানুয়ারি ২০২৬
হাদি হত্যায় ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী রুবেল ৬ দিনের রিমান্ডে
  • ২২ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে ক্রিকেটাররা কী বলেছেন প্রশ্নে যা বল…
  • ২২ জানুয়ারি ২০২৬