১১ হাজার নন-ক্যাডার প্রার্থীর ভাইভা শুরু ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে

সরকারি কর্ম কমিশন
সরকারি কর্ম কমিশন  © ফাইল ফটো

নন-ক্যাডারে বিভিন্ন গ্রেডের প্রায় ১১ হাজার চাকরিপ্রার্থীর মৌখিক পরীক্ষা শুরু করতে যাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে এসব প্রার্থীর ভাইভা শুরু করা হতে পারে।

পিএসসি’র একটি সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেছেন, উপ সহকারী কৃষি কর্মকর্তা, উপ সহকারী ভূমি কর্মকর্তা, বিভিন্ন টেকনিক্যাল স্কুলের শিক্ষকসহ বিভিন্ন দপ্তরে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হলেও মৌখিক পরীক্ষা শুরু করা যায়নি। এসব প্রার্থীদের ভাইভা ডিসেম্বরের মাঝামাঝি শুরুর পরিকল্পনা করা হয়েছে।

আরও পড়ুন: ৪৫তম বিসিএসের পরীক্ষা পেছানো নিয়ে যা জানাল পিএসসি

নাম প্রকাশে অনিচ্ছুক পিএসসি’র সংশ্লিষ্ট শাখার এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষ হবে আগামী ১১ ডিসেম্বর। এর পর প্রায় ১১ হাজার প্রার্থীর মৌখিক পরীক্ষা ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু করা হবে। ১৩ ডিসেম্বর প্রার্থীদের ভাইভা শুরু হতে পারে।’

এ বিষয়ে পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘১২তম গ্রেড থেকে নিয়োগ প্রক্রিয়া পিএসসির অধীনে হয়। এ ধরনের প্রায় ১১ হাজার প্রার্থীর ভাইভা দ্রুত সময়ের মধ্যে শুরু করা হবে। ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষ হওয়ার পরপরই এসব প্রার্থীর ভাইভা শুরু করা হবে।’


সর্বশেষ সংবাদ