কাল থেকে টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো   © টিডিসি সম্পাদিত

সরকারি চাকরিজীবীদের জন্য আসছে টানা তিন দিনের ছুটি। আগামীকাল শুক্রবার (৪ জুলাই) থেকে শুরু হয়ে এ ছুটি চলবে রবিবার (৬ জুলাই) পর্যন্ত।

জানা গেছে, শুক্র ও শনিবার নিয়মিত সাপ্তাহিক ছুটির দিন। এর সঙ্গে এবার যুক্ত হয়েছে পবিত্র আশুরা উপলক্ষে রবিবার সরকারি ছুটি।

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ৬ জুলাই (১০ মহররম) পবিত্র আশুরা পালিত হবে। দিনটি মুসলিম সম্প্রদায়ের কাছে ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত টানা ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। 


সর্বশেষ সংবাদ