বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিনা বেতনে পড়ুয়াদের সংখ্যা জানাতে নির্দেশ

  © ফাইল ছবি

দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো ২০১০ সাল থেকে এ পর্যন্ত ইউজিসি (বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন) আইন অনুযায়ী কতজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীকে বিনা বেতনে পড়ার সুযোগ দিয়েছে, তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

তাছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ২০১০ সাল থেকে এখন পর্যন্ত কত টাকা গবেষণার জন্য বরাদ্দ করা হয়েছে, এ বিষয়েও তথ্য আদালতে দাখিল করতে বলা হয়েছে।

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আজ সোমবার (৩০ মে) দেওয়া এই আদেশে ৬০ দিনের মধ্যে ইউজিসি কর্তৃপক্ষকে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী জ্যোর্তিময় বড়ুয়া। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।


সর্বশেষ সংবাদ