ছিনতাইকারীর কবলে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা

১৯ অক্টোবর ২০২১, ১২:১৯ PM
গণ বিশ্ববিদ্যালয়

গণ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ঢাকার আশুলিয়া এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন গণ বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের এক শিক্ষিকা। গত শুক্রবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় আশুলিয়ার খেঁজুরটেক সড়কের বেলতলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে এ ঘটনা জানিয়ে আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেন ওই শিক্ষিকা।

ছিনতাইয়ের শিকার সাদিয়া আরেফিন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ও সামাজকর্ম বিভাগের শিক্ষিকা ওই সময় নবীনগর থেকে রিকশায় করে বাড়ি ফিরছিলেন। এসময় তার সঙ্গে ছিলেন তার স্বামী রুবেল হোসেন।

রুবেল হোসেন বলেন, শুক্রবার সন্ধ্যায় সাভার সেনা শপিং কমপ্লেক্স থেকে রিকশায় বাসায় ফিরছিলাম। পথে গণস্বাস্থ্য কেন্দ্র পার হতেই দুজন মোটরসাইকেল আরোহী টান মেরে আমার স্ত্রীর ব্যাগ নিয়ে পালিয়ে যায়। তিনি জানান, ব্যাগে নগদ দশ হাজার টাকা, জাতীয় পরিচয়পত্র, ব্যাংকের ডেবিট কার্ড, মোবাইল ফোন, দুইটি পার্স, বিশ্ববিদ্যালয়ের চেক বই ও আইডি কার্ড, পেনড্রাইভ, চাবি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল।

রুবেল হোসেন বলেন, মটরসাইকেলে আরোহী দুজনকে পেশাদার ছিনতাইকারী মনে হয়েছে। এই সড়কে সন্ধ্যার পর এমন ঘটনা নিয়মিত হয়ে আসছে। যা হারিয়েছি তা পাবো না জানি। তবে সবাই যেন সতর্ক হয়, এটাই চাই। 

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, বেশ কিছুদিন এই এলাকটা ভালোই ছিল। এই ঘটনা আমরা শুনেছি। তাই এখন আবার ফাঁড়ি পুলিশকে বলে দিচ্ছি টহল বাড়ানোর জন্য।

আপন দুই ভাই বিএনপি-যুবদলের ২ নেতা আটক, অস্ত্র উদ্ধার
  • ৩০ জানুয়ারি ২০২৬
প্রজেক্ট কোঅর্ডিনেটর নেবে বিক্রয় ডটকম, কর্মস্থল ঢাকা
  • ৩০ জানুয়ারি ২০২৬
জবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্নপত্র দেখুন এখানে
  • ৩০ জানুয়ারি ২০২৬
৫০তম বিসিএসের প্রিলির প্রশ্ন সমাধান দেখুন এখানে
  • ৩০ জানুয়ারি ২০২৬
৭৫ শতাংশ এমপিওভুক্ত স্কুল-কলেজকে জাতীয়করণ করবে এনসিপি
  • ৩০ জানুয়ারি ২০২৬
টিসিবির পণ্য ট্রাকে নয়, মুদি দোকানে পাওয়া যাবে
  • ৩০ জানুয়ারি ২০২৬