পারভেজ হত্যা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা ৭ দিনের রিমান্ডে

হৃদয় মিয়াজী ও প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের লোগো
হৃদয় মিয়াজী ও প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের লোগো   © টিডিসি সম্পাদিত

রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হৃদয় মিয়াজীকে (২৩) ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

আজ বুধবার (২৩ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহর আদালত এ আদেশ দেন। 

এর আগে, শনিবার বিকেলে পাশের ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে নিয়ে হাসাহাসির জেরে প্রাইম এশিয়ার ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের সাথে পারভেজের বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে দু’পক্ষের মধ্যে মীমাংসা করা হয় বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

এরপর ক্যাম্পাস থেকে বের হলে পারভেজকে ৩০ থেকে ৪০ জন ঘিরে ধরে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন পারভেজ। পরে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মঙ্গলবার (২২ এপ্রিল) হৃদয় মিয়াজীকে কুমিল্লা তিতাস উপজেলা থেকে যৌথ অভিযানে গ্রেপ্তার করে র‌্যাব-১১।


সর্বশেষ সংবাদ