স্টেশন মাস্টারকে মারধর, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

লাঞ্ছনার শিকার হয়েছেন স্টেশন মাস্টার আবুল কাশেম
লাঞ্ছনার শিকার হয়েছেন স্টেশন মাস্টার আবুল কাশেম  © ভিডিও থেকে সংগৃহীত

পবিত্র ঈদ-উল-আজহাকে কেন্দ্র করে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে গিয়ে গাইবান্ধা রেলস্টেশনে লাঞ্ছনার শিকার হয়েছেন স্টেশন মাস্টার আবুল কাশেম।

শনিবার (১৪ জুন) দুপুরে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের মধ্যে দ্বন্দ্ব মেটাতে গিয়ে এক যাত্রীর হামলার শিকার হন তিনি। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

স্থানীয় সূত্র এবং জিআরপি পুলিশের বরাত দিয়ে জানা গেছে, ঈদ উপলক্ষে ট্রেনে ভিড় সামলাতে স্টেশন মাস্টার ও রেলওয়ে পুলিশ যৌথভাবে দায়িত্ব পালন করছিলেন। এ সময় ট্রেনের এসি বগিতে নারী যাত্রীদের আগে ওঠার অনুরোধ জানিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন মাস্টার আবুল কাশেম। এ নিয়ে দুই যাত্রীর মধ্যে কথা কাটাকাটি শুরু হলে তিনি তাদের থামাতে যান। তখনই এক যাত্রী ক্ষিপ্ত হয়ে কাশেমকে মারধর শুরু করেন। একপর্যায়ে কয়েকজন যাত্রী মিলে তাকে উলঙ্গ করে মারধর করেন। মার খেতে খেতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।‌ ঘটনার সেই ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

স্টেশন মাস্টার আবুল কাশেম বলেন, দায়িত্ব পালন করতে গিয়েই এমন পরিস্থিতির শিকার হয়েছি। কয়েকজন উত্তেজিত যাত্রী মিলে আমাকে বেধড়ক মারধর করে। এটা অত্যন্ত দুঃখজনক।

তিনি আরও জানান, ট্রেন ছাড়ার কারণে অভিযুক্তদের আটক করা সম্ভব হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত থাকলেও পরিস্থিতির দ্রুত পরিবর্তনে ব্যবস্থা নেওয়া যায়নি।

ঘটনাস্থলে থাকা এক কর্মকর্তা বলেন, ঘটনাটি সত্যিই খুব দুঃখজনক। আমি নিজেও তখন বগিতে আটকে পড়ি। মাস্টারকে মারধর করার দৃশ্য নিজের চোখে দেখি। পুলিশকে ডাকার আগেই ট্রেন ছেড়ে দেয়।

আরও পড়ুন: আসামিকে ধরতে গিয়ে প্রাণ গেল ঢাবির সাবেক ছাত্র এসআই বোরহানের

ঘটনার পর গাইবান্ধার সাধারণ মানুষ সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন, রেলওয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে এভাবে প্রকাশ্যে মারধরের ঘটনা নজিরবিহীন ও লজ্জাজনক। স্থানীয়রা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

ঈদের সময় যাত্রীদের অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলা প্রতিদিনের ঘটনা হলেও একজন স্টেশন মাস্টারের ওপর প্রকাশ্যে হামলা এবং তা ভিডিও করে ছড়িয়ে দেওয়া অনাকাঙ্ক্ষিত ও উদ্বেগজনক মনে করছেন সাধারণ মানুষ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence