যুক্তরাষ্ট্রে ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জের ফাইনাল রাউন্ডে ‘ইউআইইউ মার্স রোভার’

‘ইউআইইউ মার্স রোভার’ দল
‘ইউআইইউ মার্স রোভার’ দল  © টিডিসি ফটো

যুক্তরাষ্ট্রে ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ ২০২৫ এ ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচিত হয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ‘ইউআইইউ মার্স রোভার’। আগামী মে মাসের ২৮ ও ৩১ তারিখ দুইদিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ উতাহতে বিখ্যাত মার্স ডেজার্ট রিসার্চ স্টেশনে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে। 

মার্স সোসাইটি প্রতিবার ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ (ইউআরসি) বিশ্ববিদ্যালয় স্নাতক শিক্ষার্থীদের জন্য সবচেয়ে মর্যাদাপূর্ণ এই রোবোটিকস প্রতিযোগিতার আয়োজন করে থাকে।

প্রতিযোগিতাটি ছিল তীব্র প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে এ বছর ১১৪টি দল প্রাথমিকভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এর মধ্যে থেকে ৭৬টি দল এসএআর প্যাকেজ জমা দেয়। সিস্টেম অ্যাকসেপ্টেন্স রিভিউয়ে (এসএআর) ১০০ এর মধ্যে ৯২.৫৩ নম্বর অর্জন করে “ইউআইইউ মার্স রোভার” দল ফাইনাল রাইন্ডের জন্য নির্বাচিত হয়। 

ইউআইইউ’র উপাচার্য প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়ার পৃষ্ঠপোষকতায় দলটির সরাসরি তত্ত্বাবধানে ছিলেন ইউআইইউ কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রভাষক আবিদ হোসাইন।

প্রসঙ্গত, দলটি রোভার সহ তাদের উন্নত প্রযুক্তি মার্স রোভার সিস্টেম নিয়ে ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ ২০২৫ এর ফাইনাল রাউন্ডে ইউআইইউ ও বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। 


সর্বশেষ সংবাদ