স্টামফোর্ড ফার্মেসী অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ০২:২০ PM , আপডেট: ২৪ মার্চ ২০২৫, ০২:২০ PM

স্টামফোর্ড ফার্মেসী অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (এসপিএএ) আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার (২২ মার্চ) উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটির সম্মানিত রেজিস্ট্রার মুহাম্মদ আব্দুল মতিন।
সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, এসপিএএ স্টামফোর্ড ইউনিভার্সিটির অন্যতম একটি সু-সংগঠিত ও গোছানো অ্যালামনাই এসোসিয়েশন।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ফার্মেসী বিভাগের চেয়ারম্যান সাদিয়া আফরিন চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফার্মেসী বিভাগের শিক্ষকবৃন্দ, ফার্মা ফোরামের কনভেনর ও অ্যালামনাই সহযোগী অধ্যাপক রাজিয়া সুলতানা নিঝু, স্টামফোর্ড ফার্মেসী অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি, স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, কার্যকরী কমিটির সাধারণ সম্পাদকসহ বর্তমান ছাত্র-ছাত্রীরা।