বৈষম্যবিরোধী আন্দোলনের আইআইইউসির আহ্বায়ক রাফিউ, সদস্য সচিব নুরুল্লাহ

  © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) শাখার ১২৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। এতে আহ্বায়ক মোহাম্মদ রাফিউ ও সদস্য সচিব এ কে এম নুরুল্লাহকে নির্বাচিত করা হয়েছে। আগামী ছয় মাসের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক এম জে এইচ মঞ্জু ও কেন্দ্রীয় সদস্য সচিব আতিক শাহরিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ অনুমোদন দেওয়া হয়।

গতকাল মঙ্গলবার (৪ মার্চ) সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অফিশিয়াল পেজে এ তথ্য জানানো হয়।

এই কমিটিতে আহ্বায়ক হিসেবে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ব্যবসায় প্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ রাফিউ ও সদস্য সচিব হিসেবে কুরানিক সায়েন্স অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এ কে এম নুরুল্লাহকে নির্বাচিত করা হয়েছে।

এ ছাড়া কমিটিতে মূখ্য সংগঠক কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শেখ তানজিদ, মুখপাত্র ফার্মেসি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আয়শা তাবাসসুমসহ ১২৫ জন শিক্ষার্থীর নাম রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৪টি বিভাগের বিভিন্ন বর্ষের আহত ও সম্মুখসারির আন্দোলনকারীদের নিয়ে ওই কমিটি গঠন করা হয়েছে বলে জানা যায়।

নবনির্বাচিত আহ্বায়ক মোহাম্মদ রাফিউ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অরাজনৈতিক একটি প্ল্যাটফর্ম। জুলাই অভ্যুত্থানের স্মৃতি হিসেবে এই প্ল্যাটফর্ম ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে জুলাইয়ের স্পিরিট ধরে রাখতে এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবি ও প্রয়োজনীয় সংস্কারের জন্যই এই কমিটি কাজ করবে।


সর্বশেষ সংবাদ