© সংগৃহীত
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) ‘ইউআইইউ সিএসই ফেস্ট-২০২৫’ আগামী শুক্রবার (১৭ জানুয়ারি) ও শনিবার (১৮ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। বুধবার (১৫ জানুয়ারি) ইউআইইউ’র জনসংযোগ বিভাগের পরিচালক আবু সাদাত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার মাদানী এভিনিউতে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে দু’দিনব্যাপী ‘ইউআইইউ সিএসই ফেস্ট ২০২৫’ অনুষ্ঠিত হবে। দু’দিনব্যাপী ফেস্টে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন ব্লকচেইন অলিম্পিয়াড, আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং কনটেস্ট, প্রজেক্ট শোকেস, লাইন ফলোয়ার রোবট প্রতিযোগিতা ও সকার বট প্রতিযোগিতায়। কলেজ শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন আইসিটি অলিম্পিয়াডে।
এছাড়াও ছয় আসরে মোট ১১ লাখ টাকা প্রাইজ মানি সম্বলিত এই প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে দেশের ৮০ টিরও বেশি বিশ্ববিদ্যালয় ও ৩০ টির বেশি কলেজ। মোট অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা লক্ষাধিক হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তি বলা হয়, বড় পরিসরে হতে যাওয়া এই আয়োজনে প্রতিযোগিতামূলক ছয়টি আসরের পাশাপাশি থাকছে ইউআইইউ’র শিক্ষার্থীদের অংশগ্রহণে স্ক্যাভেঞ্জার হান্ট, ব্যাডমিন্টন, দাবা প্রভৃতি প্রতিযোগিতা। সকল শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে থাকছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের নিজস্ব খাবারের স্টল।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জ্বালানি ও বিদ্যুৎ উপদেষ্টা প্রফেসর ড. ফাওজুল কবির খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।
এছাড়াও সমাপনী পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ মেহেদী হাসান। এছাড়াও প্রধান অতিথি হিসেবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলামের উপস্থিত থাকার কথা রয়েছে।
অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় থাকছে লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি, সাউথইস্ট এশিয়া লিমিটেড, ট্রাস্টএইরা বাংলাদেশ লিমিটেড, এবং থেরাপ বিডি লিমিটেড । এছাড়াও আয়োজনে ফুড পার্টনার হিসেবে থাকছে ক্রিস্প ও ঢাকার অন্যতম বেকারি প্রতিষ্ঠান ইনডালজ।