রাজাকারের পক্ষে স্লোগান রাষ্ট্রবিরোধী: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ  © ফাইল ফটো

রাজাকারের পক্ষে স্লোগান দিয়ে শিক্ষার্থীরা প্রমাণ করেছে, এই আন্দোলন রাষ্ট্রবিরোধী এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার (১৫ জুলাই) সচিবালয়ে সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলানের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এ সব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

সাক্ষাতে সৌদি আরবে বাংলাদেশের শ্রমবাজার নিয়ে আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী। সেই সাথে সৌদি আরবে কর্মরত বাংলাদেশী ব্যবসায়ীদের বিশেষ সুযোগ সুবিধা দেয়ার ব্যপারেও কথা হয়ে বলে জানান তিনি।

কোটা ইস্যুতে সাংবাদিকদের বলেন, গতকাল রাজাকারের পক্ষে স্লোগান দিয়ে শিক্ষার্থীরা প্রমাণ করেছে, এই আন্দোলন রাষ্ট্রবিরোধী, প্রধানমন্ত্রী বিরোধী, সরকার বিরোধী। এই আন্দোলনের সাথে রাষ্ট্রবিরোধী একটি চক্র ঢুকে পড়েছে। তারা কোমলমতি শিক্ষার্থীদের আবেগ নিয়ে রাজনীতি করছে। তাদের উদ্দেশ্য দেশকে অস্থিতিশীল করা। কিন্তু সরকার তা হতে দেবে না।

এদিকে, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের মিছিল সমাবেশে গতকাল মধ্যরাতে উত্তাল হয়ে উঠেছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। কয়েকটি ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্যের প্রতিবাদ জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিলকারীরা আবাসিক হলগুলো থেকে বেরিয়ে এসে ‘তুমি কে আমি কে - রাজাকার, রাজাকার’, ‘কে বলেছে কে বলেছে- সরকার সরকার’ ‘চাইতে গেলাম অধিকার- হয়ে গেলাম রাজাকার’ এবং ‘কোটা নয় মেধা- মেধা মেধা’- এ ধরনের স্লোগান দিয়ে মিছিল করতে থাকে।

এ মাসের শুরু থেকে টানা আন্দোলন ও বাংলা ব্লকেড নাম দিয়ে অবরোধের মতো কর্মসূচি চালিয়ে যাচ্ছে তারা। এ কর্মসূচির কারণে গত সপ্তাহে কয়েকদিন শহরে তীব্র যানজট তৈরি হয় এবং মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।

ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রবিবারই দিনের বেলায় আন্দোলনকারীরা বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির বরাবর স্মারকলিপি দিয়েছে। এতে সংসদের অধিবেশন ডেকে কোটা সংস্কারের দৃশ্যমান পদক্ষেপ নিতে সরকারকে চব্বিশ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন আন্দোলনকারীরা।


সর্বশেষ সংবাদ