আইইউবি শিক্ষক সরোয়ারকে ক্লাসে ফেরানোর দাবিতে উত্তপ্ত ক্যাম্পাস

২৮ জানুয়ারি ২০২৪, ১১:৪৯ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩২ PM
আইইউবি শিক্ষক সরোয়ারকে ক্লাসে ফেরানোর দাবিতে উত্তপ্ত ক্যাম্পাস

আইইউবি শিক্ষক সরোয়ারকে ক্লাসে ফেরানোর দাবিতে উত্তপ্ত ক্যাম্পাস © টিডিসি ফটো

ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) স্কুল অফ এনভায়রনমেন্ট অ্যান্ড লাইফ সায়েন্সের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সরোয়ার হোসেনকে ক্লাসে ফেরানোর দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেছেন শিক্ষার্থীরা। এদিন শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে আন্দোলন শুরু করেন। রবিবার (২৮ জানুয়ারি) সকাল ১১টা থেকে ক্যাম্পাসের অভ্যান্তরে শিক্ষার্থীদের এ কর্মসূচি শুরু হয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, অধ্যাপক ড. মোহাম্মদ সরোয়ার হোসেনকে ক্লাসে ফেরানোর দাবিতে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেছেন। আমাদের শিক্ষককে ক্লাসে ফেরানোর আগ পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে। আজকের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে ভবিষ্যতে সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাঠে নেমে আসবে।

এর আগে এদিন বেলা ১১ থেকে ক্যাম্পাসে পূর্ব ঘোষিত অবস্থান কর্মসূচি শুরু করেন আইইউবি শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ এনভায়রনমেন্ট অ্যান্ড লাইফ সায়েন্সের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সরোয়ার হোসেনকে ক্লাসে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে বেশ কয়েকদিন সময় দিয়েও প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান পদক্ষেপ না দেখে মাঠের কর্মসূচি শুরু করেন তারা।

এদিন সকাল থেকে শিক্ষার্থীরা ক্লাস বর্জন ঘোষণা করে ক্যাম্পাসে জড়ো হতে শুরু করেন। তারা শিক্ষক ড. মোহাম্মদ সরোয়ার হোসেনের পক্ষে বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার-পেস্টুন নিয়ে অবস্থান করেন। পরে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে প্রশাসনের পক্ষ থেকে শিক্ষকরা আসেন।

গত শুক্রবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ‘বর্তমান কারিকুলামে নতুন পাঠ্যপুস্তক: বাস্তবতা ও ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনারে নতুন কারিকুলামের সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পাঠ্যবইয়ের শরীফ থেকে শরীফা হওয়ার গল্পের অংশটুকু প্রতিবাদ করেন ড. মোহাম্মদ সরোয়ার হোসেন। তার এ প্রতিবাদের ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এরপর একই ঘটনায় ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) স্কুল অফ এনভায়রনমেন্ট অ্যান্ড লাইফ সায়েন্সের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সরোয়ার হোসেনকে আর ক্লাসে না যাওয়ার জন্য জানিয়ে দেয় বিশ্ববিদ্যালয়টি।

জাতীয় নির্বাচনে ৪ কোটি তরুণ ভোটার আসলেই কী বিএনপির বড় চ্যাল…
  • ০৮ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী শিমুল রাজধানীতে আটক
  • ০৮ জানুয়ারি ২০২৬
কমল স্বর্ণের দাম
  • ০৮ জানুয়ারি ২০২৬
সেন্টমার্টিনে এক জালে ৬৮৭ টি কোরাল, ১০ লাখ টাকায় বিক্রি
  • ০৮ জানুয়ারি ২০২৬
নোয়াখালীর সমর্থকদের ‘সরি’ বললেন সৌম্য
  • ০৮ জানুয়ারি ২০২৬
হলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয়ে প্লাটিনাম জুবলি উৎসব
  • ০৮ জানুয়ারি ২০২৬