বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর স্ত্রীর দিকে

মো. মামুন ও তার স্ত্রী
মো. মামুন ও তার স্ত্রী  © সংগৃহীত

চট্টগ্রাম নগরের চকবাজার থানাধীন ডিসি রোডে মো. মামুন (২৬) নামে এক শিক্ষানবীশ আইনজীবীর রহস্যজনক মৃত্যু হয়েছে।  বুধবার (১৯ এপ্রিল) দিবাগত রাতে মিয়ার বাপের মসজিদ এলাকায় একটি ভবনে এই ঘটনা। এই মৃত্যু ঘিরে অভিযোগের আঙুল উঠেছে তার স্ত্রীর দিকে। কেননা নিহতের মরদেহের মাথা ও অণ্ডকোষে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মামুন কক্সবাজার জেলার চকরিয়া থানার ওসমান চৌধুরী পাড়ার জামাল উদ্দীনের ছেলে। তিনি বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২৭তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। পরে চট্টগ্রাম আদালতে শিক্ষানবীশ আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন।

মামুনের সহপাঠী নাছির আলী বলেন, রাত একটার দিকে মামুনকে নগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।  

তিনি আরও বলেন, পারিবারিকভাবে মামুনের বিয়ে হয়েছে। বিয়ের পরে মামুন ও তার স্ত্রী ডিসি রোডে এক রুমের চিলেকোঠায় বসবাস করছিল। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করছি।  

চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) মো. আরফাত বলেন, মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ওই ব্যক্তির স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।  ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের বলেন, মরদেহের মাথা ও অণ্ডকোষে আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আইন বিভাগের ২৭তম ব্যাচের এই শিক্ষার্থীর মৃত্যুতে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। তাছাড়া বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা এই ঘটনাটি হত্যাকাণ্ড বলে দাবি করে জড়িতদের যথাযথ শাস্তি দাবি করেছেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence