ক্রিকেটার হাসান মাহমুদকে সংবর্ধনা দিল সাউথইস্ট বিশ্ববিদ্যালয়
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৩, ০৩:৪২ PM , আপডেট: ০৯ এপ্রিল ২০২৩, ০৩:৪২ PM
সদ্য সমাপ্ত বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড সিরিজে জাতীয় ক্রিকেট দলের সফল বোলার ও সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাসান মাহমুদকে সংবর্ধনা দিয়েছে সাউথইস্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসময় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এএফএম মফিজুল ইসলামসহ বোর্ডের উপদেষ্টা, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
গত মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে টাইগারদের তৃতীয় ও শেষ ওয়ান ডে ম্যাচে ৫ উইকেট তুলে নেন পেসার হাসান মাহমুদ। তার তোপে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে মাত্র ১০১ রানে অলআউট হয়ে যায় সফরকারী আয়ারল্যান্ড। আন্তর্জাতিক ক্যারিয়ারে এটাই হাসান মাহমুদের প্রথম ৫ উইকেট শিকারের রেকর্ড ছিল। এরপর হাসান মাহমুদকে নিজেদের শিক্ষার্থী দাবি করে একসঙ্গে শুভেচ্ছা জানান সোনারগাঁও ইউনিভার্সিটি ও সাউথইস্ট ইউনিভার্সিটি।
আরও পড়ুন: ক্রিকেটার হাসান মাহমুদকে নিয়ে দুই বিশ্ববিদ্যালয়ের কাড়াকাড়ি
তবে সে সময় সাউথইস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাধারণ সম্পাদক তারিক আল জালিল বলেন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেছিলেন, হাসান মাহমুদ আমাদের সাউথইস্ট ইউনিভার্সিটিতে শিক্ষার্থী কোটায় ভর্তি হয়েছেন। এখানে তার শিক্ষার্থী আইডিও রয়েছে। শুধু তিনি নন, এ বিশ্ববিদ্যালয়ে জাতীয় দলের আরও একাধিক জন খেলোয়াড় কোটায় পড়াশোনা করছেন।