বাসের ধাক্কায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১২:১২ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৫৮ PM
নিহত শিক্ষার্থী মো. ওমর ফারুক পলক

নিহত শিক্ষার্থী মো. ওমর ফারুক পলক © টিডিসি ফটো

দ্রুতগামী বাসের ধাক্কায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম মো. ওমর ফারুক পলক (২০)। তিনি বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটির বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা ভাঙা প্রেস এলাকায় দ্রুতগামী আসিয়ান সিটি বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় জুয়েল রানা (২১) নামের ওমর ফারুকের এক বন্ধু গুরুতর আহত হয়েছেন।

গুরুতর আহত অবস্থায় ফারুক ও জুয়েলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফারুককে সকাল সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন। জুয়েল বর্তমানে ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীন।

আরো পড়ুন: পিএসকে সরিয়ে দিয়ে সপরিবারে ক্যাম্পাস ছাড়লেন ইবি উপাচার্য

নিহত ওমর ফারুকের মামা জামশেদ আলম জানান, ফারুক তার বাসায় থেকে পড়াশোনা করতেন। আজ দুই বন্ধু একসঙ্গে মোটরসাইকেলে করে যাওয়ার সময় কাজলা ভাঙা প্রেস এলাকায় দ্রুতগামী আসিয়ান সিটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুজনই রাস্তায় ছিটকে পড়েন। পড়ে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে ফারুককে সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জুয়েল এখনও ঢামেকে চিকিৎসাধীন আছেন।

নিহত ফারুক চট্টগ্রামের মিরসরাই উপজেলার উত্তর ইদু খালি আবুরহাট গ্রামের মো. মমিনুল হকের সন্তান। তারা তিন ভাই ও এক বোন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

এবার দুদকের জালে সাংবাদিক আনিস আলমগীর, আরেক মামলায় গ্রেফতার…
  • ২৮ জানুয়ারি ২০২৬
ধানের শীষের বিপক্ষে প্রচারণা, ছাত্রদলের ৮ নেতা বহিষ্কার
  • ২৮ জানুয়ারি ২০২৬
‘ছাত্রশিবির জেগে উঠলে পালানোর জায়গা পর্যন্ত পাবেন না’
  • ২৭ জানুয়ারি ২০২৬
ভোটের আগেই পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা, …
  • ২৭ জানুয়ারি ২০২৬
সমাবর্তনের সামনে শিক্ষার্থীরা, পেছনে শিক্ষকরা— প্রশংসায় ভাস…
  • ২৭ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার গলা টিপে শূন্যে তোলা বিএনপির প্রার্থীর ছেলেকে…
  • ২৭ জানুয়ারি ২০২৬