ভাষা শহীদদের প্রতি প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শ্রদ্ধা 

ভাসা শহীদদের স্মরণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শ্রদ্ধা নিবেদন
ভাসা শহীদদের স্মরণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শ্রদ্ধা নিবেদন  © টিডিসি ফটো

যথাযোগ্য মর্যাদায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি,২০২৩) প্রেসিডেন্সি ইউনিভার্সিটির পক্ষ থেকে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও সকল ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।  

ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো: রুহুল আমিন, সহকারী রেজিস্ট্রার নুসরাত জাহান নুপুর, জনসংযোগ কর্মকর্তা জাহিদ হাসান সহ অন্যান্য কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সবাই  অমর একুশে ভাষা শহীদদের আত্মার শান্তি ও দেশের সমৃদ্ধি কামনা করেন। 

আরো পড়ুন: বাকৃবি সড়কের গর্তে মোটরসাইকেল উল্টে ছাত্রের মৃত্যু

উল্লেখ্য,  ২০০৩ সালে গুলশানে প্রতিষ্ঠিত হয় প্রেসিডেন্সি ইউনিভার্সিটি । ২০০৪ সালে, বিশ্ববিদ্যালয়ের বর্ধমান সংখ্যক শিক্ষার্থীদের জন্য বনানীতে দ্বিতীয় ক্যাম্পাস চালু হয়। বর্তমানে বারিধারা তে আরো দুই টি ক্যাম্পাস রয়েছে বিশ্ববিদ্যলিয়টির

বিশ্ববিদ্যালয়ে তিনটি বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১,৫০০ এবং শিক্ষকের সংখ্যা প্রায় ১০০ । এসকল বিভাগে সাধারণত গবেষণা ভিত্তিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করা হয়। 


সর্বশেষ সংবাদ