বিইউএফটিতে ৩য় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিইউএফটিতে ৩য় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
বিইউএফটিতে ৩য় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত  © টিডিসি ফটো

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজিতে ৩য় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএর প্রেসিডেন্ট এবং বিইউএফটির ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ফারুক হাসান। সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ও বিইউএফটির ট্রাস্টি বোর্ডের সদস্য আতিকুল ইসলাম।

এদিন সকাল ১০টায় ক্রীড়া অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মাঠে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষায় শিক্ষার্থীদের মননিবেশ করতে হবে। সুস্থ সবল দেহ গড়তে হলে খেলাধুলা শরীরচর্চার বিকল্প নাই।

সমাপনী অধীবেশনে প্রধান অতিথি মেয়র আতিকুল ইসলাম বলেন, মাদকমুক্ত সমাজ বিনির্মাণে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। সুস্থ মস্তিস্ক বিকাশে খেলাধুলা অনেক বড় ভূমিকা পালন করে। তিনি শিক্ষাথীদের শুধুমাত্র পাঠ্য বইয়ে নিজেদের আটকে না রেখে সহশিক্ষায় অংশ গ্রহণের আহ্বান জানান।

আরও পড়ুন: অত্যাধুনিক অডিটোরিয়াম পাচ্ছেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা

সমাপনী অধীবেশনে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শফিউল ইসলাম মহিউদ্দিন, প্রতিষ্ঠাতা সদস্য এস.এম. মান্নান কচি, খন্দকার রফিকুল ইসলাম, মশিউল আজম সজল, মোহাম্মদ নাসির, জাকির হোসাইন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার, ডীন, শিক্ষকবৃন্দ,উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচরীসহ শিক্ষার্থীবৃন্দ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence