স্থায়ী ক্যাম্পাসে না যাওয়া বিশ্ববিদ্যালগুলোর বিষয়ে সিদ্ধান্ত আজ

২৯ ডিসেম্বর ২০২২, ০৮:৪৫ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩৩ PM
ইউজিসি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়

ইউজিসি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় © ফাইল ফটাে

বার বার তাগাদা দেওয়ার পরও স্থায়ী ক্যাম্পাসে না যাওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বিষয়ে সিদ্ধান্ত নিতে সভায় বসছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। আজ বৃহস্পতিবার এ সভা অনুষ্ঠিত হবে।

জানা গেছে, গত এপ্রিল মাসে ইউজিসি থেকে ২২টি বিশ্ববিদ্যালয়কে স্থায়ী ক্যাম্পাসে যাওয়ার আল্টিমেটাম দেওয়া হয়। আল্টিমেটার পাওয়ার পর ১০টি বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসে গেছে বা যাওয়ার প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। অবশিষ্ট ১২টি বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসে যাওয়ার ক্ষেত্রে সময় চেয়ে চিঠি দিয়েছে।

চিঠি দেওয়া বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যাদের স্থায়ী ক্যাম্পাসে যাওয়ার কাজ প্রায় শেষ পর্যায়ে তাদের সময় বাড়ানোর ক্ষেত্রে কিছুটা নমনীয় ইউজিসি। তবে যে বিশ্ববিদ্যালয়গুলো জমি ক্রয় ছাড়া কোনো কাজই করেনি তাদের বিষয়ে ইউজিসি কঠোর সিদ্ধান্ত নিতে পারে বলে জানা গেছে।

আরও পড়ুন: স্থায়ী ক্যাম্পাসে যেতে সময় পাচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো

এ প্রসঙ্গে জানতে চাইলে ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক মো. ওমর ফারুখ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আল্টিমেটাম পাওয়ার পর ১২টি বিশ্ববিদ্যালয় আমাদের কাছে আবেদন করেছে। তাদের আবেদনগুলো নিয়ে আজ (বৃহস্পতিবার) আমাদের একটি সভা রয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সময় বাড়ানোর আবেদন করা বিশ্ববিদ্যালয়গুলো হলো, ব্র্যাক ইউনিভার্সিটি, দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশে, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, ভিক্টোরিয়া ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, প্রাইম এশিয়া, আশা ইউনিভার্সিটি এবং গ্রিন ইউনিভার্সিটি।

চট্টগ্রামে নির্বাচনী প্রচারে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৭
  • ২৮ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ৯ম ল্যান্ড ফোর্সেস টকস সম্পন্ন: সামরি…
  • ২৮ জানুয়ারি ২০২৬
শিক্ষক সমিতি থেকেও বহিষ্কার সেই জামায়াত নেতা
  • ২৮ জানুয়ারি ২০২৬
ভারতে বিমান দুর্ঘটনা: মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী নিহত
  • ২৮ জানুয়ারি ২০২৬
জোড়া ফিফটিতে চ্যালেঞ্জিং পুঁজি বাংলাদেশের
  • ২৮ জানুয়ারি ২০২৬
১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage