বাংলাদেশ ইউনিভার্সিটিতে ক্যারিয়ার বিষয়ক কর্মশালা

২৯ সেপ্টেম্বর ২০২২, ০৪:৩৯ PM
বাংলাদেশ ইউনিভার্সিটিতে কর্মশালা

বাংলাদেশ ইউনিভার্সিটিতে কর্মশালা © টিডিসি ফটো

বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) দিনব্যাপী ক্যারিয়ার বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে দিনব্যাপী উক্ত কর্মশালার আনুষ্ঠিত হয়েছে।  বাংলাদেশ ইউনিভার্সিটির উদ্যোগে অনুষ্ঠিত উক্ত কর্মশালার সার্বিক সহযোগিতায় ছিল অনলাইন ভিত্তিক প্লাটফর্ম আইসোশ্যাল লিমিটেড।

দিনব্যাপী কর্মশালাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিইউ’র রেজিস্টার বিগ্রেডিয়ার জেনারেল মো. মাহবুবুল হক (অবঃ)। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ছাড়াও বিইউ এবং সহযোগী আইস্যোশাল লিমিটেড এর উর্ধ্বতন কর্মকর্তারা। 

অনুষ্ঠানে বাংলাদেশ ইউনিভার্সিটির রেজিস্টার মোঃ মাহবুবুল হক বলেন, শিক্ষার্থীদের প্রধান লক্ষ্য হওয়া উচিত একটি উপযুক্ত ক্যারিয়ার গড়া। আর এজন্য প্রতিটি শিক্ষার্থীকে মনযোগী হতে হবে। তাছাড়া পাঠ্যবই পড়ার পাশাপাশি বিভিন্ন শিক্ষামূলক সেমিনারে অংশগ্রহণ করে অভিজ্ঞতা অর্জন করতে হবে।

আরও পড়ুন: ফুল-ফ্রিতে স্নাতকোত্তর করুন নরওয়েতে

কর্মশালায় মোট পাঁচটি অধিবেশনে সিভি রাইটিং, এক্সেল ট্রেনিং, ক্যারিয়ার বিষয়ক আলোচনা, স্পট সার্ভে এবং ডাটা সেন্স বিষয়ক আলোচনা করা হয়েছে। উক্ত আলোচনায় স্থপতি ইকবাল হাবিব, ড. অনন্য রায়হান এবং মনিরা রহমান শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা, টাইম ও টিম ম্যানেজমেন্ট এবং চাকরির ক্ষেত্রে প্রফেশনাল দক্ষতাসমূহ নিয়ে আলোচনা করেন। 

তারা বলেন, গ্রাজুয়েটদের পছন্দের পেশায় যাওয়া কোন সময় সহজসাধ্য ছিলোনা। আগে প্রতিযোগিতা কম থাকলেও কাজের সুযোগ ছিল সীমিত। কিন্তু বর্তমানে গ্রাজুয়েটদের কর্মক্ষেত্র সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। তাই তাদের প্রধান দায়িত্ব হলো নিজেদের যোগ্য করে গড়ে তোলা। শিক্ষার্থীদের প্রতিযোগিতায় টিকে থাকতে টেকনিক্যাল বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। আমাদের গ্রাজুয়েটরা তাদের কর্মক্ষেত্রে সফল হচ্ছেন। শিক্ষার্থীদের সিজিপিএ নির্ভর পড়াশুনা না করে সহপাঠ্য-ক্রমিক কাজে যুক্ত হওয়ার আহবান জানান তারা।

প্রসঙ্গত, দিনব্যাপী কর্মশালাটি অনলাইন এবং অফলাইনে অনুষ্ঠিত হয়। প্রায় দুই শতাধিক ছাত্র-ছাত্রী এ কর্মশালায় অংশগ্রহণ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে আটকে গেল আইইউটির ভিসি নিয়…
  • ২৮ জানুয়ারি ২০২৬
একটি দল ধর্মের অপব্যাখ্যা দিয়ে নারী ভোটারদের বিভ্রান্তির কর…
  • ২৮ জানুয়ারি ২০২৬
​২২ বছর পর রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
  • ২৮ জানুয়ারি ২০২৬
চ্যাম্পিয়নস লিগের নকআউটে যেতে আজ কার কী সমীকরণ
  • ২৮ জানুয়ারি ২০২৬
মায়েদের জন্য বাস সার্ভিস, ডে কেয়ার ও বেবি কেয়ার চালু করা হব…
  • ২৮ জানুয়ারি ২০২৬
নির্বাচনী প্রচারণায় নারীদের ওপর হামলা, ইউটিএলের নিন্দা 
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage