গ্রীন ইউনিভার্সিটিকে হারিয়ে ফাইনালে গবি

গ্রীন ইউনিভার্সিটিকে হারিয়ে টানা দ্বিতীয় বারের মতো ফাইনালে গণ বিশ্ববিদ্যালয়
গ্রীন ইউনিভার্সিটিকে হারিয়ে টানা দ্বিতীয় বারের মতো ফাইনালে গণ বিশ্ববিদ্যালয়  © টিডিসি ফটো

বিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পস্ ফুটবল প্রতিযোগিতা-২২ এর ফুটবলের সেমিফাইনালে গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ছেলেরা ১-০ গোলে গ্রীন ইউনিভার্সিটিকে হারিয়ে টানা দ্বিতীয় বারের মতো ফাইনালে পা রেখেছে। 

রবিবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মাঠে সকাল ১০ টায় এ সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

খেলার প্রথমার্ধে ১০ মিনিটে গবির অন্যতম স্ট্রাইকার সাইফের দুর্দান্ত ১টি গোলে এগিয়ে থাকে গবি, খেলার দ্বিতীয়ার্ধে কোনো গোল না পেলেও মাঠ কাপিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে গবির ছেলেরা।

এছাড়া সেমিফাইনালের আরেকটি অংশে ফারইস্ট ইউনিভার্সিটি এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মুখোমুখি লড়াই চলছে। এই গ্রুপের বিজয়ী দলের সাথে ফাইনালে লড়াই করবে গবি। 

আরও পড়ুন: নানা অনিয়মে জর্জরিত বেসরকারি ৫ বিশ্ববিদ্যালয়

উল্লেখ, বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তঃবিশ্ববিদ্যালয় টুর্নামেন্টের প্রথম আসরেও ফুটবলে দুর্দান্ত মাঠ কাপিয়ে চ্যাম্পিয়ন হয় গণ বিশ্ববিদ্যালয়। এছাড়া এবারের ১২৫টি বিশ্ববিদ্যালয়ের ৭ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে ৩য় আসরে মেয়েদের সাইকেলিংয়ে স্বর্ণপদকসহ ছেলেদের কাবাডিতে চ্যাম্পিয়ন এবং মেয়েদের কাবাডিতে রানার্সআপ হয় গণ বিশ্ববিদ্যালয়।


সর্বশেষ সংবাদ