প্রাথমিক বিদ্যালয়ে কোচিং-প্রাইভেটে নিষেধাজ্ঞা

১১ মার্চ ২০২৫, ০৫:১৫ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৩৯ PM
কোচিং-প্রাইভেটে নিষেধাজ্ঞা

কোচিং-প্রাইভেটে নিষেধাজ্ঞা © প্রতীকী ছবি

প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শেষে ছুটির পর এবং বন্ধের দিনে শ্রেণিকক্ষে প্রাইভেট পড়ানো ও কোচিং করানোয় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। আজ মঙ্গলবার (১১ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত অফিস আদেশে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়।

অধিদপ্তর থেকে ওই আদেশটি সব বিভাগীয় উপপরিচালক, পিটিআিই সুপারিনটেনডেন্ট, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও থানা বা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের পাঠানো হয়ে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো ছুটির পর বা বন্ধের দিনে শ্রেণিকক্ষ প্রাইভেট পড়ানো বা কোচিংসহ অন্যান্য কাজে ব্যবহার ‘অনভিপ্রেত’ মন্তব্য করে অধিদপ্তর থেকে পাঠানো ওই আদেশে বলা হয়েছে, কোনোভাবেই বিদ্যালয়ের কক্ষ প্রাইভেট পড়ানো, কোচিংসহ অন্যান্য কাজে ব্যবহার করা যাবে না। এর ব্যত্যয় হলে দায়িত্বপ্রাপ্তরা দায়ী থাকবেন।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে জানিয়ে তা অবশ্যই মেনে চলার ব্যবস্থা নিতে প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্টদের বলা হয়েছে অধিদপ্তরের পক্ষ থেকে।

এর আগে গত শনিবার (৮ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে মাদারগঞ্জ কচুবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাইভেট পড়তে গিয়ে পঞ্চম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ তুলেছে তার পরিবার।

এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক মোজাম্মেল হক মানিককে গ্রেপ্তার হয়েছেন। রবিবার (৯ মার্চ) সকালে আদালতে তোলার সময় অভিযুক্ত শিক্ষককে গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধ জনতা। ভুক্তভোগী ছাত্রীর পরিবারের অভিযোগ, স্কুলটি বন্ধ থাকলেও সহকারী শিক্ষক মোজাম্মেল হক মানিক স্কুলেই বাচ্চাদের প্রাইভেট পড়ান।

বাংলাদেশের উন্নয়নে আরও বড় ভূমিকা চাইলেন তারেক রহমান
  • ০৬ জানুয়ারি ২০২৬
সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে শাবিপ্রবিতে গবেষণা কর্মশালা…
  • ০৬ জানুয়ারি ২০২৬
জকসুর ভোট গণনা শুরু
  • ০৬ জানুয়ারি ২০২৬
সম্পূরক অভিযোগপত্রে ঢাবির আরও ৭ ছাত্র আসামি
  • ০৬ জানুয়ারি ২০২৬
ববি শিক্ষার্থী শুভ বৈরাগীর ‘আত্মহত্যা’র প্ররোচনায় জড়িতদের শ…
  • ০৬ জানুয়ারি ২০২৬
এক মিনিটের জন্য প্রথম ভোটের উচ্ছ্বাসে যোগ দিতে পারলেন না অন…
  • ০৬ জানুয়ারি ২০২৬