রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ওয়াগনার বাহিনীর

ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোজিন
ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোজিন  © ফাইল ছবি

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং অন্যান্য ক্ষমতাসীনদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর অন্যতম সহযোগী ও বেসরকারি সামরিক বাহিনী পিএমসি ওয়াগনার।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, শনিবার (২৪ জুন) মস্কোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। রুশ প্রতিরক্ষা মন্ত্রনালয় ও সেনাকর্তাদের হুমকি দিয়ে তিনি বলেন, দেশের বর্তমান সেনা কর্মকর্তাদের ক্ষমতাচ্যুত না করা পর্যন্ত আমরা থামব না। আমাদের পথে যে আসবে ধ্বংস হয়ে যাবে। 

এক অডিও বার্তায় ওয়াগনার প্রধান জানান, ইতিমধ্যে দক্ষিণ রাশিয়ার রুস্তভে তারা ঢুকে পড়েছে। মস্কোর দিকে এগিয়ে যাবে তারা।

এদিকে, ওয়াগনার আতঙ্কে রুশ কর্তাদের মধ্যে রীতিমতো শোরগোল পড়ে গেছে। একাধিক শহরের নিরাপত্তা বাড়িয়ে দেয়া হয়েছে। লাইপেৎস্ক ও ভরোনেঝ অঞ্চলের মধ্যকার এম৪ মহাসড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: হজ করতে পায়ে হেঁটে ৪ হাজার ৭০০ কিলোমিটার পাড়ি

রাজধানী মস্কোর দক্ষিণে অবস্থিত লািইপেৎস্ক প্রদেশের গভর্নর ইগর আর্তামোনোভ বলেন, এখানে নিরাপত্তা আরও বাড়িয়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রুস্তভের বাসিন্দাদের বাড়ি বর না হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

রুশ সংবাদ সংস্থা তাস জানিয়েছে, সশস্ত্র বিদ্রোহের জন্য প্রিগোজিনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে রুশ তদন্তকারী সংস্থা এফএসবি।

আল জাজিরা জানিয়েছে, মস্কোর পথে সাঁজোয়া গাড়ির বহর টহল দিচ্ছে। চাপা উত্তেজনা রয়েছে শহরে। মস্কোর মেয়র সের্গেই সোবয়ানিন সোশ্যাল মিডিয়ায় জানান, সন্ত্রাস দমনের উদ্দেশ্যে মস্কোয় বেশকিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।
  
উল্লেখ্য, পুতিনের নির্দেশে ইউক্রেনে যুদ্ধ করছে ওয়াগনার। তবে রুশ সেনা ও ওয়াগনার বাহিনীর ভিতরে এক অন্য ‘লড়াই’ চলছে বহুদিন ধরেই। গত শুক্রবার ভাড়াটে সেনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিন দাবি করেন, তাঁর সৈনিকদের উপর মিসাইল হামলা চালিয়েছে রুশ সেনা। মস্কোর সামরিক কর্তাদের বিরুদ্ধে ক্ষোভ জানান তিনি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence