হাসপাতালে সুস্থ আছেন ওবায়দুল কাদের

৩১ জানুয়ারি ২০২০, ০৪:১৮ PM
ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের © ফাইল ফটো

শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বিএসএমএমইউ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. মোস্তফা জামান ওবায়দুল কাদেরের সুস্থ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওবায়দুল কাদের এখন অনেকটাই ভালো। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। এছাড়া তাকে দুই কাপ স্যুপও খাওয়ানো হয়েছে। প্রেসারও এখন প্রায় স্বাভাবিক ১৩০/৮০।

তিনি জানান, খানিকটা সুস্থতাবোধ করার পর থেকেই ওবায়দুল কাদের বাসায় ফিরে যেতে উদগ্রীব হয়ে আছেন। হাসপাতালে না থেকে বাসায় গিয়ে বিশ্রামে থাকলে সমস্যা হবে কি-না জানতে চেয়েছেন। অধিকতর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাবেন কি-না, চিকিৎসকরা তাকে এমন প্রশ্ন করলে ওবায়দুল কাদের বলেন, ‘মাত্র কয়েকদিন আগেই সিঙ্গাপুর থেকে ফিরেছি, এখনই আর সিঙ্গাপুরে যেতে চাই না।’

এমপি হতে চান ভিক্ষুক মনসুর, মনোনয়নপত্র জমা
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শীতের রাতে উদ্ধার হওয়া সেই দুই শিশুর বাবা পুলিশ হেফাজতে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
ইসলামী আন্দোলন (চরমোনাই) কর্মীদের কাছে হাসেম মোল্লার ১৬ প্র…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
চাঁদপুরে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজায় জনস্রোত
  • ৩১ ডিসেম্বর ২০২৫
৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শনিবার, ভর্তিচ্ছুদের জন্য ন…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
মহাকালের সমাপ্তি: মানুষের অধিকার ও গণতান্ত্রিক আন্দোলনের আপ…
  • ৩১ ডিসেম্বর ২০২৫