ভোলার ঘটনায় ববিতে ইশা আন্দোলনের প্রতিবাদ সমাবেশ

২২ অক্টোবর ২০১৯, ০৩:৪১ PM

© টিডিসি ফটো

ভোলার বোরহান উদ্দিনে মহানবী (সা.)- কে কটূক্তির প্রতিবাদে আন্দোলনরত মুসুল্লিদের উপর নির্মম হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সম্মুখে ঢাকা-পটুয়াখালী মহাসড়কে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে সংগঠনটি।

মানববন্ধনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় শূরা ও বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুহাম্মাদ মাহবুব হোসেন বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মাদ (সা.) এর নামে কটূক্তি করার অর্থ হচ্ছে মুসলমানের কলিজায় আঘাত করার মাধ্যমে সাম্প্রদায়িক দাঙ্গাকে উস্কে দেয়া। যা বাংলাদেশে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করার ষড়যন্ত্র মাত্র।

তিনি বলেন, এটা একটি স্বাধীন রাষ্ট্রের জন্য কোনোভাবেই কাম্য নয়। যারা এমন সাম্প্রদায়িক দাঙ্গাকে উস্কে দেয় তাদেরকে অনতিবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান তিনি।

এছাড়া প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনটির ববি শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ শাকিল আহমেদ, প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মুহাম্মাদ সোলায়মান এবং সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে লোক প্রশাসন বিভাগের ছাত্র ওবায়দুল্লাহ সিয়ামসহ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন ববি শাখার মূল কমিটি ও অনুষদ কমিটির দায়িত্বশীলসহ সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান
  • ৩০ জানুয়ারি ২০২৬
ভিক্টোরিয়া কলেজ কেন্দ্রে কুবি ভর্তি পরীক্ষার্থীদের ভোগান্তি
  • ৩০ জানুয়ারি ২০২৬
নির্বাচনে মাঠ ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি হান্নান মাসউদের
  • ৩০ জানুয়ারি ২০২৬
৩০০ নেতাকর্মীসহ বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন মাহাবুব মাস্…
  • ৩০ জানুয়ারি ২০২৬
চলতি সপ্তাহে একদিন ছুটি নিলেই মিলবে টানা ৪ দিনের ছুটি
  • ৩০ জানুয়ারি ২০২৬
জামায়াত ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন নারীরা: র…
  • ৩০ জানুয়ারি ২০২৬