টাঙ্গাইল-৪ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে যমুনা সেতু অবরোধ, মশাল মিছিল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১০:০৫ PM
টাঙ্গাইল-৪ আসন কালিহাতীতে দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিশাল মশাল মিছিল এবং যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছেন বিএনপির নেতাকর্মীরা। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় সল্লা ইউনিয়নের সল্লা বাজার থেকে কয়েক হাজার নেতাকর্মী মশাল হাতে নিয়ে মিছিল করে যমুনা সেতু মহাসড়কে অবস্থান নেয়।
জানা গেছে, আন্দোলনকারীরা বিএনপির প্রাথমিক মনোনীত লুৎফর রহমান মতিনের মনোনয়ন বাতিল করে দলের কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক তরুণ নেতা বেনজির আহমেদ টিটোকে ধানের শীষের মনোনয়ন দেয়ার দাবিতে এ মশাল মিছিল ও যমুনা সেতু অবরোধ করেছেন।
টাঙ্গাইল-৪ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন। সম্ভাব্য মনোনয়ন ঘোষণার পর থেকেই এলাকায় দুই পক্ষের অবস্থান স্পষ্ট হয়েছে। টিটোপন্থী নেতাকর্মীদের দাপটে মনোনয়ন পাওয়া মতিন ও তার অনুসারীরা তেমন মাঠে নামতেই পারছেন না।
মিছিলকারীরা জানান, জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল–৪ (কালিহাতী) আসনে দলের মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানিয়ে তারা এ কর্মসূচি পালন করেছেন। তাদের দাবি, দীর্ঘদিন মাঠে থাকা তরুণ নেতা বেনজির আহমেদ টিটোর প্রতি তৃণমূলের আস্থা বেশি, তাই আমরা স্লোগান দিয়ে মনোনয়ন পরিবর্তনের দাবি করছি।

মশাল মিছিলে অংশ নেয়া নেতাকর্মীরা জানান, তৃণমূলের মতামত উপেক্ষা ও গুরুত্ব দেয়া না হলে তারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন। মাঠ ছাড়বেন না।
উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিক সাংবাদিকদের জানান, কালিহাতীর বাস্তবতা বুঝে যিনি দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, তাকেই মনোনয়ন দিতে হবে। বেনজির আহমেদ টিটোর পক্ষে আমরা কেন্দ্রের কাছে মনোনয়ন রিভিউ চাইছি। মনোনয়ন পরিবর্তনের দাবি করছি।
তিনি অভিযোগ করেন, সম্ভাব্য তালিকায় লুৎফর রহমান মতিন, যাকে মনোনয়ন দেয়া হয়েছে, তিনি বিভিন্ন সময়ে আওয়ামী লীগের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এমনকি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে গাছ বিতরণও করেছেন। এছাড়া তিনি ২০১৮ সালে লিখিতভাবে কালীহাতি বিএনপির সভাপতির পদ থেকে অব্যাহতি নিয়ে রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে যান।