বিএনপি ক্ষমতায় গেলে বিভিন্ন পয়েন্টে বিনামূল্যে ইন্টারনেট দেওয়া হবে: তারেক রহমান

০৯ ডিসেম্বর ২০২৫, ০৬:১৩ PM
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সাত দিনব্যাপী ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক আলোচনা সভায় ভার্চ্যুয়ালি বক্তব্য দেন তারেক রহমান

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সাত দিনব্যাপী ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক আলোচনা সভায় ভার্চ্যুয়ালি বক্তব্য দেন তারেক রহমান © সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশকে এগিয়ে নেওয়ার ডিটেইল প্ল্যানিং শুধু বিএনপির আছে, আর কোনো দলের নেই। ক্ষমতায় গেলে দেশের বিভিন্ন পয়েন্টে বিনামূল্যে ইন্টারনেট দেওয়া হবে

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সাত দিনব্যাপী ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে মন্তব্য করে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দুর্নীতি প্রতিরোধে দুর্নীতি দমন কমিশনকে স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে বিএনপি হস্তক্ষেপ করবে না। স্বাধীনতার পর থেকে বিএনপি সব সময় দুর্নীতির লাগাম টেনে ধরতে পেরেছে। বেগম খালেদা জিয়া দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য দুর্নীতি দমন কমিশনকে সম্পূর্ণ স্বাধীন করে দিয়েছিলেন। সবাই মিলে সরকারের দায়িত্ব দিলে, বিএনপি যেকোনো মূল্যে দেশের দুর্নীতির লাগাম টেনে ধরবে।

ক্ষমতায় গেলে বিএনপি কী করবে, সেই পরিকল্পনার কথা তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘কৃষি কার্ডের মাধ্যমে লাখো প্রান্তিক কৃষকদের ভিত মজবুত করা এবং কৃষকদের অর্থনৈতিকভাবে সাবলম্বী করা হবে। ফ্যামেলি কার্ড হবে পরিবারের নারী সদস্যের নামে। নারীদের এগিয়ে নিতে এমন উদ্যোগ নিচ্ছে বিএনপি। আমাদের পরিকল্পনা যদি ৪০ শতাংশও অর্জন করতে পারি জনগণ অবশ্যই আমাদের মনে রাখবে।’

১৯ বিশ্ববিদ্যালয় ভর্তিতে মোট আবেদন পৌনে তিন লাখ, কোন ইউনিটে…
  • ০১ জানুয়ারি ২০২৬
বছরের প্রথম দিনেই সুখবর দিলেন অভিনেত্রী নাদিয়া
  • ০১ জানুয়ারি ২০২৬
শান্ত–ফারহানের জুটির পর ধস, মাঝারি পুঁজিতে থামল রাজশাহী
  • ০১ জানুয়ারি ২০২৬
পেশায় ব্যবসায়ী জামায়াত সেক্রেটারির মোট সম্পদ কত?
  • ০১ জানুয়ারি ২০২৬
তামিম ইকবাল প্রিয়, অনুসরণ করি; রাজশাহী চ্যাম্পিয়ন হোক: সা…
  • ০১ জানুয়ারি ২০২৬
তীব্র শীতে মানবেতর জীবনযাপন বেদেপল্লীর বাসিন্দাদের
  • ০১ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!