এমন বন্ধুহীন বড় দল শেষ কবে দেশে দেখেছিলেন: পিনাকী ভট্টাচার্য

 পিনাকী ভট্টাচার্য
পিনাকী ভট্টাচার্য  © সংগৃহীত

‘আজকের দিনে দাঁড়িয়ে বিএনপির মিত্র কারা? দীর্ঘদিনের জোটসঙ্গী জামায়াত, ছোট দলগুলোর মধ্যে সবচেয়ে সংগঠিত দল চরমোনাই, মামুনুল হকের মতো ফিগার কেউ নাই তাদের সাথে। এনসিপি, এবি পার্টি, রাষ্ট্র সংস্কারও নেই। এমন বন্ধুহীন বড় দল শেষ কবে দেশে দেখেছিলেন?’ নির্বাচনী প্রচারণায় ব্যারিস্টার ফুয়াদকে হেনস্তার ঘটনায় রবিবার (৭ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এভাবেই বলেছেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য। 

পোস্টে পিনাকী লেখেন, ‘চাঁদাবাজ দলের সমর্থকদের হামলার শিকার হয়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ব্যারিস্টার ফুয়াদের হুংকারে হাসিনাশাহীর মসনদ কেঁপে উঠত। জুলাই শেষ হয়েছে এখনো কয়েক বছরও যায়নি। ক্ষমতায় যাওয়ার আগেই পুরোনো সব মিত্রদের সবাইকে অপমান করা শুরু করেছে বিএনপি। পার্থ, সাকী কিংবা নুর সবাইকে নিজ এলাকায় হামলার শিকার হয়েছেন।’ 

তিনি লেখেন, ‘এরা ক্ষমতায় গেলে কী করবে, একবার চিন্তা করে দেখেন! ইতোমধ্যে মান্না ভাই, লেবার পার্টির ইরানসহ অনেকেই বিএনপির পেছনে থেকে তাদের ভুল ইনভেস্টমেন্ট বুঝতে পারছেন। কাডাল রাণী ক্ষমতায় ছিল ১৪ দলীয় জোট নামক অনেকগুলো শাখা প্রশাখার সফট পাওয়ারকে কাজে লাগিয়ে।’ 

তিনি আরও লেখেন, ‘আজকের দিনে দাঁড়িয়ে বিএনপির মিত্র কারা? দীর্ঘদিনের জোটসঙ্গী জামায়াত, ছোট দলগুলোর মধ্যে সবচেয়ে সংগঠিত দল চরমোনাই, মামুনুল হকের মতো ফিগার কেউ নাই তাদের সাথে। এনসিপি, এবি পার্টি, রাষ্ট্র সংস্কারও নেই। এমন বন্ধুহীন বড় দল শেষ কবে দেশে দেখেছিলেন?’

ব্যারিস্টার ফুয়াদকে জুলাইয়ের শাশ্বত বন্ধু উল্লেখ করে পিনাকী লেখেন, ‘ফুয়াদের ওপর হামলার জবাব জনগণ অবশ্যই দেবে। ব্যারিস্টার ফুয়াদ তারুণ্যকে প্রতিনিধিত্ব করে এমন আইকনদের একজন। জুলাইয়ের শাশ্বত বন্ধু। ইনকিলাব জিন্দাবাদ।’

প্রসঙ্গত, আজ দুপুরে রহমতপুর-বাবুগঞ্জ-মুলাদী-হিজলা সড়কের আড়িয়াল খাঁ নদীর ওপর মীরগঞ্জ সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে যান ব্যারিস্টার ফুয়াদ। এ সময় তিনি বলেন, স্থানীয়রা চাঁদা চাওয়ার কারণে সেতুর কাজ স্থগিত ছিল। এর পরপরই ছাত্রদল ও বিএনপি নেতা-কর্মীরা তাকে ঘিরে ভুয়া ভুয়া স্লোগান দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি দ্রুত গাড়িতে উঠে এলাকা ত্যাগ করেন। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence