‘তুই আনোয়ারা আসিস, হাত-পা কেটে রেখে দেব’—এনসিপির মনোনয়ন প্রত্যাশীকে হুমকি

০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:০১ AM , আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:০৬ AM
এনসিপির মনোনয়ন প্রত্যাশী রিদুয়ান হৃদয়

এনসিপির মনোনয়ন প্রত্যাশী রিদুয়ান হৃদয় © সংগৃহীত

‘তোকে আনোয়ারা আসতে কে বলেছে? তুই আনোয়ারা আসিস, হাত-পা কেটে রেখে দিবো’—অপরিচিত নম্বর থেকেই এমনই বার্তা পান জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগর সমন্বয় কমিটির সদস্য, মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী ও চট্টগ্রাম-১৩ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী রিদুয়ান হৃদয়।

বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর ) রাত ৯টার দিকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর।

জিডিতে সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকাল ৩ টার দিকে শাহবাগ থানাধীন বাংলাদেশ সচিবালয় এলাকায় অবস্থানকালে রিদুয়ান হৃদয়ের ফোনে একটি অজ্ঞাতনামা বাংলাদেশী নম্বর থেকে কল আসে, কল রিসিভ করার পর ঐ নাম্বার থেকে কুরুচিপূর্ণ ও অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। 

এরপর একই নাম্বার থেকে মোবাইল কলের মাধ্যমেও বারবার হুমকি প্রদান করা হয়। রিদুয়ান হৃদয় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের চট্টগ্রাম ১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের মনোনয়ন প্রত্যাশী।

এর আগেও গত মাসের ১৮ নভেম্বর ভিন্ন একটি নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে ক্ষুদে বার্তার মাধ্যমে হত্যার হুমকি আসে।

এ বিষয়ে এনসিপি নেতা চট্টগ্রাম ১৩(আনোয়ারা-কর্ণফুলী) আসনের মনোনয়ন প্রত্যাশী রিদুয়ান হৃদয় বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানেই আমরা মরে গেছি, ৫ই আগস্টের পর এখন পর্যন্ত বোনাস লাইফ পার করছি, আমাদের এইসব হুমকি-ধমকি দিয়ে দমিয়ে রাখা যাবে না। আমি মনে করি আমার পেছনে একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করে আসছে তারই অংশ আজকের এই হুমকি, তারা চায়না আমি আমার নির্বাচনী এলাকায় গিয়ে প্রচার-প্রচারনা চালাই, মানুষের সুখে দু:খে আমার এলাকাবাসীর পাশে থাকি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল ও তাই শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করেছি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর বলেন, ‘হুমকির বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।‘

‘৭১ ছিল স্বাধীনতা অর্জনের, ২৪ দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষার’
  • ১৮ জানুয়ারি ২০২৬
ফিলিং স্টেশনের কর্মচারীকে গাড়ি চাপা দিয়ে হত্যায় গ্রেপ্তার স…
  • ১৮ জানুয়ারি ২০২৬
সাবেক আ.লীগ মন্ত্রী লতিফ সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা
  • ১৮ জানুয়ারি ২০২৬
তাপমাত্রা কমল আরও, শীত কি ফের বাড়ছে
  • ১৮ জানুয়ারি ২০২৬
গ্রামীণফোনে চাকরি, আবেদন শেষ ২৮ জানুয়ারি
  • ১৮ জানুয়ারি ২০২৬
রাবিতে টাঙানো বিএনপির ব্যানার খুলে নেওয়ার আল্টিমেটাম জিএস আ…
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9