জুলাইয়ের পক্ষের শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান মামুনুল হকের

১৮ নভেম্বর ২০২৫, ১০:১৭ PM
খেলাফত মজলিসের আমির মামুনুল হক

খেলাফত মজলিসের আমির মামুনুল হক © সংগৃহীত ছবি

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, হাজারো প্রাণের বিনিময়ে জুলাই বিপ্লবের মাধ্যমে স্বাধীনতা অর্জিত হয়েছে। জুলাই বিপ্লবের অর্জন ঘরে তোলা যাবে কিনা এখন প্রশ্নের মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে। এসময় জুলাইয়ের অর্জন টিকিয়ে রাখতে গণভোটে জুলাইয়ের পক্ষের শক্তিগুলোকে সংঘবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে প্রেসক্লাব যশোরে জেলা খেলাফত মজলিসের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দলটির যশোর জেলা সভাপতি মাওলানা আব্দুল হান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহের সঞ্চলনা করেন।

মামুনুল হক বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনের দিনে গণভোট দিলে জুলাই বিপ্লবের তাৎপর্যকে হীন করা হবে। তাই সংসদ নির্বাচনের আগে গণভোট দেয়ার বিকল্প নেই। গণভোটে হ্যাঁ প্রতীকের ভোট দেয়ার জন্য জুলাইয়ের পক্ষে সব শক্তিগুলোকে সংঘবদ্ধ জনগণের দৌড়গোড়ায় যাওয়ার আহবান জানান তিনি। জুলাই সনদ ব্যর্থ করার জন্য একটি চক্র দেশ বিরোধী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। জুলাই সনদ সফল হলে ১৯৭২ সালের বন্দবস্ত ধ্বংস হবে। যারা জুলাই সনদের পক্ষে থাকবে না স্পষ্টত তারা সবাই ১৯৭২ সালের সংবিধানের পক্ষে। এখন প্রমাণ দেয়ার সুযোগ এসেছে কারা ৭২ এর পক্ষে আর কারা ২৪ এর পক্ষে’।

তিনি আরও বলেন, ১৯০৫ সালে মুসলমানরা ঐক্যবদ্ধভাবে বঙ্গভঙ্গ করেছিলেন। হিন্দুৃত্ববাদ প্রতিষ্ঠার জন্য সেইসময়ে সহিংস আন্দোলনের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে হিন্দুরা বঙ্গভঙ্গ বাতিল করেন। সেই সময়ে মুসলানদের ব্রিটিশরা ঠকিয়ে যান। তারপর পাকিস্তানীদের নেতৃত্বে ১৯৪৭ সালে দেশভাগ হয়। সেইসময়ে পূর্ববাংলা দিল্লির বিরুদ্ধে সেই প্রতিবাদ করে। পকিস্তানের পক্ষে অবস্থান নেয়। পাকিস্তানীদের বৈষম্যের কারণে ১৯৭১ সালের জন্ম হয়। ১৯৭১ সালে যুদ্ধের সময়ে শেখ মুজিব পাকিস্তানের কারাগারে বন্ধি ছিলেন। দেশ স্বাধীনের পর তিনি পাকিস্তান থেকে প্রথম ভারতে যান। সেখানে ইন্দ্রিরা গান্ধীর সাথে দেখা করে দেশে ফেরেন। ইন্দ্রিরা গান্ধী শেখ মুজিবের পকেটে একটি চিরকুট দিয়ে দেন। সেই চিরকুট অনুযায়ী ১৯৭২ সালের সংবিধান রচিত হয়। পরোক্ষভাবে ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়ে। ২০২৪ সালের জুলাই বিপ্লবে প্রকৃত স্বাধীনতা অর্জিত হয়েছে। জুলাই সনদে ১৯৪৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সব ইতিহাস লিপিবদ্ধ আছে। তাই দেশবাসীকে জুলাই সনদের পক্ষে অবস্থান নিতে হবে।

কর্মী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন খেলাফত মজলিশের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা শরীফ সাইদুর রহমান ও সদস্য মাওলানা ওয়ালিউল্লাহ মাহমুদ।

স্নাতকে স্কলারশিপ দিচ্ছে যুক্তরাষ্ট্রের ইলিনয় ওয়েসলিয়ান …
  • ১৮ জানুয়ারি ২০২৬
আনোয়ারায় রাস্তা সম্প্রসারণের কাজ চলাকালে গ্যাসলাইনে লিকেজ, …
  • ১৮ জানুয়ারি ২০২৬
৩ দাবিতে নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের অবস্থান
  • ১৮ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দাদি-নাতিসহ ৩ জনের মৃত্যু
  • ১৮ জানুয়ারি ২০২৬
জামায়াত আমিরের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়…
  • ১৮ জানুয়ারি ২০২৬
জুলাই শহীদ ও আহতদের সঙ্গে মতবিনিময় তারেক রহমানের
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9