তারেক রহমানের জন্মদিনে কেককাটাসহ যেকোনো উৎসবে নিষেধাজ্ঞা বিএনপির

তারেক রহমান
তারেক রহমান  © সংগৃহীত ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৯তম জন্মদিন আগামী বৃহস্পতিবার। দলের শীর্ষ নেতার জন্মদিন পালন উপলক্ষে কেককাটাসহ যেকোনো ধরণের আনন্দ উৎসবে নিষেধাজ্ঞা দিয়েছে বিএনপি। 

মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির দফতরের দায়িত্বে নিয়োজিত সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপিতে দলীয় এই নির্দেশনা জানানো হয়। 

আরও পড়ুন: কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে দেশের ২২ সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়

এতে বলা হয়েছে, আগামী ২০ নভেম্বর বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন। জন্মদিন উপলক্ষে কেক কাটা, পোষ্টার, ব্যানার লাগানো ও আলোচনা সভাসহ কোন ধরণের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান বা উৎসব পালন করা যাবে না।

ঢাকাসহ দেশব্যাপী বিএনপির সকল ইউনিটের নেতাকর্মীদেরকে উল্লিখিত দলীয় নির্দেশনাটি লঙ্ঘন না করার জন্য জোর আহ্বান জানানো হলো।


সর্বশেষ সংবাদ