৫ দাবিতে ৮ দলের মহাসমাবেশ শুরু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ০২:২৩ PM
‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও গণভোট আয়োজন’সহ পাঁচ দফা দাবিতে সমমনা ৮ দলের মহাসমাবেশ শুরু হয়েছে। পূর্বঘোষিত কর্মসূচি অংশ হিসেবে আজ মঙ্গলবার (১১ নভেম্বর) বেলা ২টায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে এ সমাবেশ শুরু হয়।
পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে— জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে সাংবিধানিক আদেশ জারি ও গণভোট আয়োজন, নির্বাচনে পিআর পদ্ধতি চালু, সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত, ফ্যাসিস্ট সরকারের নিপীড়ন-দুর্নীতির বিচার এবং স্বৈরাচারের দোসর দলগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা।
মহাসমাবেশে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের সঞ্চালনায় মঞ্চে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিদ আজাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমীর সেলিম উদ্দীন, সেক্রেটারি জেনারেল রেজাউল করিম, মহানগর দক্ষিণের সেক্রেটারি জেনারেল ড. শফিকুল ইসলাম মাসুদসহ আট দলের শীর্ষ নেতৃত্ব।
সরেজমিনে দেখা গেছে, মহাসমাবেশের তিনটি পিকআপ ভ্যানে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। সেখানেই অনুষ্ঠিত হচ্ছে আজকের মহাসমাবেশ। আর সমাবেশ মঞ্চের সামনে রাস্তায় বিছানো হয়েছে কার্পেট ও চেয়ার।
এদিকে সকাল সাড়ে ১০টার পর থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ব্যানার-ফেস্টুন হাতে আট দলের কর্মী-সমর্থকরা পল্টনে আসতে শুরু করেন। কেউ হাতে দলীয় পতাকা, আবার কেউ পরেছেন দলীয় প্রতীক সম্বলিত টি-শার্ট।
অপরদিকে ৮ দলের মহাসমাবেশ ঘিরে পল্টন মোড়ের আশেপাশে অবস্থান নিয়েছে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে প্রিজন ভ্যান ও জলকামান।
আন্দোলনরত দলগুলোর শীর্ষ নেতারা সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলে জানা গেছে।