৮ দলের মহাসমাবেশ, চলছে অস্থায়ী মঞ্চ নির্মাণের কাজ

১১ নভেম্বর ২০২৫, ০১:৪৫ PM
চলছে অস্থায়ী মঞ্চ নির্মাণের কাজ

চলছে অস্থায়ী মঞ্চ নির্মাণের কাজ © টিডিসি ফটো

রাজধানীর পল্টন মোড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে জামায়াতে ইসলামীসহ সমমনা আট দলের মহাসমাবেশ। ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও গণভোট আয়োজন’সহ পাঁচ দফা দাবিতে আয়োজিত এ সমাবেশ ঘিরে চলছে অস্থায়ী মঞ্চ নির্মাণ ও প্রস্তুতির কাজ। 

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) সরেজমিনে দেখা গেছে, জনসমাবেশের মঞ্চ তৈরি কাজ চলছে। তিনটি পিকআপ ভ্যানে অস্থায়ী মঞ্চ তৈরি করা হচ্ছে। সেখানেই অনুষ্ঠিত হবে আজকের মহাসমাবেশ। দুপুর ২টা থেকে আনুষ্ঠানিকভাবে মহাসমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। আর সমাবেশ মঞ্চের সামনে রাস্তায় বিছানো হয়েছে কার্পেট ও চেয়ার।

 এ ছাড়া এলাকাজুড়ে চলছে মাইকের পরীক্ষা, পোস্টার টানানো ও মঞ্চ সাজানোর কাজ। বেশ কিছু সংখ্যক নেতাকর্মীও জড়ো হয়েছেন পল্টন মোড়ের সমাবেশ স্থলে।

এদিকে সকাল সাড়ে ১০টার পর থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ব্যানার-ফেস্টুন হাতে আট দলের কর্মী-সমর্থকরা পল্টনে আসতে শুরু করেন। কেউ হাতে দলীয় পতাকা, আবার কেউ পরেছেন দলীয় প্রতীক সম্বলিত টি-শার্ট। 

অপরদিকে ৮ দলের মহাসমাবেশ ঘিরে পল্টন মোড়ের আশেপাশে অবস্থান নিয়েছে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে প্রিজন ভ্যান ও জলকামান।

আন্দোলনরত দলগুলোর শীর্ষ নেতারা সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলে জানা গেছে। ঘোষিত পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে— জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে সাংবিধানিক আদেশ জারি ও গণভোট আয়োজন, নির্বাচনে পিআর পদ্ধতি চালু, সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত, ফ্যাসিস্ট সরকারের নিপীড়ন-দুর্নীতির বিচার এবং স্বৈরাচারের দোসর দলগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা।

মহাসমাবেশে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি।

ইউরোপের ৮ দেশের ওপর ট্রাম্পের শুল্ক আরোপ, প্রতিক্রিয়ায় যা…
  • ১৮ জানুয়ারি ২০২৬
৩২ কেজি ভারতীয় গাঁজাসহ মাদক কারবারি আটক ‎
  • ১৮ জানুয়ারি ২০২৬
শ্রীলঙ্কা থেকে বিশ্বকাপে আয়ারল্যান্ডের ম্যাচ সরাবে না আইসি…
  • ১৮ জানুয়ারি ২০২৬
গোপন আস্তানা ও চরমপন্থার তথ্য দিলে অর্থ পুরস্কার: আইজিপি বা…
  • ১৮ জানুয়ারি ২০২৬
সংকট সমাধানে ৫ দফা দাবি বাংলাদেশ মাইনোরিটি ল’ইয়ার্স ইউনিটির
  • ১৮ জানুয়ারি ২০২৬
এরদোয়ান ও সিসিকে গাজার 'শান্তি বোর্ডে' আমন্ত্রণ ট্রাম্পের
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9