বহিষ্কৃত গাজীপুর স্বেচ্ছাসেবক দলের নেতাকে দলে ফেরাল বিএনপি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ০২:৫৪ PM , আপডেট: ২৯ অক্টোবর ২০২৫, ০৩:০৬ PM
শৃঙ্খলাভঙ্গসহ বিভিন্ন অপরাধের অভিযোগে দল থেকে প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থকে বহিষ্কৃত গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হালিম মোল্লাকে আবার দলে ফিরিয়ে নিয়েছে বিএনপি।
বুধবার (২৯ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো বিএনপির দফতরের দায়িত্বে নিয়োজিত সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, ইতঃপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের জন্য গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হালিম মোল্লাকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়েছে।