ডেঙ্গুতে আক্রান্ত ওসমান হাদী

শরীফ ওসমান বিন হাদি
শরীফ ওসমান বিন হাদি  © সংগৃহীত

এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানিয়েছেন।

আজ রাত সোয়া আটটার দিকে ইনকিলাব মঞ্চের সংঠক আব্দুল্লাহ আল জাবের ফেসবুকে দেওয়া এক পোস্টে লেখেন, ‘ওসমান হাদি ভাই ডেয়াংগুতে আক্রান্ত হয়েছেন। সুস্থতার জন্য আপনাদের সকলের কাছে দোয়া চেয়েছেন।’ পোস্টটি শেয়ার করে এর সত্যতা নিশ্চিত করেছেন ওসমান হাদি নিজেই। তিনি লিখেছেন, ‘ইনকিলাব মঞ্চের যেকোনো প্রয়োজনে আপনারা আব্দুল্লাহ আল জাবেরের সাথে যোগাযোগ করবেন৷’

শরীফ ওসমান বিন হাদি জুলাই অভ্যুত্থানের পর ইনকিলাব মঞ্চ নামে সংগঠন গড়ে তোলেন। এ সংগঠনের সদস্য ফাতিমা তাসনীম জুমা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক। ওসমান হাদিও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে অংশ নিবেন। ইতোমধ্যেই নির্বাচনি প্রচারণাও শুরু করেছেন তিনি।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!