এমসি কলেজ ছাত্রদল

সম্মেলনে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সভাপতি-সম্পাদক সামি ও জুনেদ

নির্বাচিত নেতারা
নির্বাচিত নেতারা  © টিডিসি সম্পাদিত

ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রদলের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন খান মোহাম্মদ সামি এবং সাধারণ সম্পাদক পদে জুনেদুর রহমান জুনেদ। দীর্ঘ একুশ বছর পর আজ সোমবার (১১ আগস্ট) কলেজ অডিটোরিয়ামে কাউন্সিলের মাধ্যমে ভোটারদের সরাসরি ভোটে তারা নির্বাচিত হন।

কাউন্সিলে সভাপতি পদে ৫ জন ও সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। একই সঙ্গে মোট ভোটার ছিলেন ৬৩৯ জন। 

একুশ বছর পর আজ সোমবাব (১১ আগস্ট) সরাসরি ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব পেয়েছে সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রদল। এমসি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। দীর্ঘদিন পরে কাউন্সিল হওয়াতে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করেছিল। 

জানা যায়, সর্বশেষ ২০২১ সালের ১৮ জানুয়ারি সজিব আহমেদকে আহ্বায়ক ও মোহাইমিনুল হক তপুকে সদস্য সচিব করে এমসি কলেজ ছাত্রদলের ২১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। পরে এই কমিটির আহ্বায়ক বিদেশ যাওয়ায় প্রথম যুগ্ম আহ্বায়ক সেলিম আহমদ সাগরকে আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়।

এই কমিটিকে ৬০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিলেও ক্যাম্পাসে কোনো কার্যক্রম করতে পারে নি ছাত্রদল। যার কারণে শিক্ষার্থীদের কাছ থেকে অনেকটা খেই হারিয়ে ফেলেছিল ছাত্রদল।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!