বান্দরবানে সস্ত্রীক সারজিস আলম
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ০৭:১২ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ০৪:৪১ PM
কক্সবাজারে ঘুরতে যাওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ শীর্ষ নেতাকে ঘিরে নানা আলোচনা-সমালোচনার মধ্যে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সস্ত্রীক বান্দরবানে গিয়েছেন। আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে কক্সবাজার থেকে সারজিস আলম প্রথমে বান্দরবানে লামায় যান। সেখান থেকে আলীকদম ও থানচি সফর করেন। দুপুরের দিকে তিনি ও তার স্ত্রী থানচি থেকে বান্দরবান শহরের দিকে রওনা দেন বলে পুলিশ ও এনসিপির স্থানীয় নেতা জানিয়েছেন।
সারজিস আলম স্ত্রীকে নিয়ে লামা উপজেলার প্রবেশমুখ ইয়াংছা চেকপোস্ট সকাল ৯টা ৮ মিনিটে অতিক্রম করেন বলে সেখানকার থানার ওসি তোফাজ্জল হোসেন জানান।
কাউকে না জানিয়ে গত ৫ আগস্ট (মঙ্গলবার) ‘জুলাই গণঅভুত্থান দিবস’ এর মত ‘গুরুত্বপূর্ণ দিবসে’ এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, তার স্ত্রী এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী কক্সবাজার যান।
সংবাদমাধ্যমের খবরের বলা হয়, দুপুরের দিকে একটি হোটেলে তারা সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করছেন বলে কক্সবাজারে খবর ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় বুধবার পাঁচ নেতাকে শোকজ করেছে দলটি। শোকজের জবাব সশরীরে হাজির হয়ে দেওয়ার জন্য পাঁচ নেতাকে ২৪ ঘণ্টা সময় দেয় এনসিপি। সেই হিসাবে তাদের বৃহস্পতিবারের মধ্যেই জবাব দেওয়ার কথা রয়েছে।
এর মধ্যে সকালে কক্সবাজারের সাংবাদিকরা জানতে পারেন, এনসিপির উত্তরাঞ্চলের সমন্বয়ক সারজিস আলম ও তার স্ত্রী হোটেল ছেড়েছেন। তারা কক্সবাজারের বাইরে গেছেন এমন খবরও চাউর হয়। পরে সাংবাদিকরা খোঁজ-খবর নেওয়া শুরু করেন।
তবে এনসিপি নেতারা যে হোটেলে অবস্থান করছিলেন সেই ‘প্রাসাদ প্যারাডাইস’ কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো কিছুই বলেননি। দুপুরে হোটেল কর্তৃপক্ষ জানিয়েছিলেন, নেতারা তাদের হোটেলেই অবস্থান করছেন। তারা কখন যাবেন এ ব্যাপারে তারা কিছু জানেন না।