এনসিপি নেতাদের নিরাপত্তায় ডগ স্কোয়াড ও সেনা মোতায়েন

চট্টগ্রামের স্টেশন রোডের একটি হোটেলে উঠেছেন এনসিপির নেতারা। ওই হোটেলটির সামনে ডগ স্কোয়াড নিয়ে পুলিশের প্রহরা।
চট্টগ্রামের স্টেশন রোডের একটি হোটেলে উঠেছেন এনসিপির নেতারা। ওই হোটেলটির সামনে ডগ স্কোয়াড নিয়ে পুলিশের প্রহরা।  © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গোপালগঞ্জ ও কক্সবাজারের কর্মসূচিতে অপ্রীতিকর ঘটনায় চট্টগ্রামে দলটির সমাবেশকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এনসিপি নেতাদের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে ডগ স্কোয়াড। আজ রবিবার বিকেল সাড় ৫টায় বহদ্দারহাটে জমায়েত এবং সেখান থেকে ষোলশহর দুই নম্বর গেট সংলগ্ন বিপ্লব উদ্যানে সমাবেশ করবে এনসিপি। 

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মাহমুদা বেগম বলেন, সমাবেশ ঘিরে যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, সে জন্য সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে পুলিশ। সকাল থেকে সমাবেশস্থলে রয়েছেন পুলিশ সদস্যরা।

তিনি আরও বলেন, কক্সবাজারের ঘটনার পর গতকাল শনিবার রাতে নগরের স্টেশন রোড এলাকার যে হোটেলে এনসিপি নেতারা অবস্থান করেছিলেন, সেখানে নিরাপত্তায় ডগ স্কোয়াড ছিল। আজ সমাবেশস্থলে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। প্রয়োজনে ডগ স্কোয়াড কাজে লাগানো হবে।

আজ বিকেলে এনসিপি নেতারা কাপ্তাই রাস্তার মাথা হয়ে চট্টগ্রাম নগরে প্রবেশ করবেন। এর আগে সকালে তারা চট্টগ্রাম শহর থেকে রাঙামাটি যান। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) মোহাম্মদ জাহাংগীর আলম বলেন, নিরাপত্তার স্বার্থে যা যা দরকার, সব করা হয়েছে। নগরের কাপ্তাই রাস্তার মাথা থেকে দুই নম্বর গেট পর্যন্ত আশপাশের এলাকায়ও সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

উল্লেখ্য, গত বুধবার গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে হামলাকারীদের দফায় দফায় সংঘর্ষে ঘটে হতাহতের ঘটনা। এতে মারা যান চারজন। পরে গতকাল শনিবার কক্সবাজারে এনসিপির এক নেতার বক্তব্যকে কেন্দ্র করে চকরিয়ায় মঞ্চ ভেঙে দেওয়া হয়।

 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence