শহীদ হওয়ার করুণ ঘটনা শুনে চোখ মুছলেন মির্জা ফখরুল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ০৭:২০ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ০৯:৫৯ AM
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে ‘গণঅভ্যুত্থান ২০২৪: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অবদান ও শহীদদের স্মরণে স্মরণসভা’ শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৯ জুলাই) বিকেল ৩টায় রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
সভার এক পর্যায়ে এক শহীদের মায়ের হৃদয়বিদারক বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিত সবাই আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি জানান, আন্দোলনের সময় সাভারের বাইপাইলে তার ছেলেকে গুলি করে হত্যা পর মরদেহে আগুন ধরিয়ে দেওয়া হয়। মায়ের কণ্ঠে এই বেদনাদায়ক বর্ণনা শুনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবেগতাড়িত হয়ে পড়েন। এ সময় তাকে চোখ মুছতে দেখা যায়। এ ঘটনার একটি ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় সভাপতিত্ব করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. তৌফিকুল ইসলাম মিথিল এবং সঞ্চালনায় ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আবু হোরায়রা ও এম. রাজীবুল ইসলাম তালুকদার (বিন্দু)।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন গত বছরের আন্দোলনে আহত ও শহীদদের পরিবারের সদস্যরা, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা, বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনের প্রতিনিধি, এবং সুশীল সমাজের প্রতিনিধিসহ আরও অনেকে।