মৃত্যুর খুব কাছ থেকে ফিরেছি: নাছির

ফিরে দেখা ১৯ জুলাই
১৯ জুলাই ২০২৫, ০৬:৪৫ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৪৭ PM
নাছির উদ্দীন নাছির

নাছির উদ্দীন নাছির © টিডিসি সম্পাদিত

কোটা সংস্কার আন্দোলনকারীরা ২০২৪ সালের ১৯ জুলাই (শুক্রবার) সারা দেশে দ্বিতীয় দিনের মতো ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করেন। এ কর্মসূচি ঘিরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সংঘর্ষ, হামলা, ভাঙচুর, গুলি, অগ্নিসংযোগ ও প্রাণহানির ঘটনা ঘটে। এদিন ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ সারা দেশে অন্তত ৬৭ জন নিহত হন। 

সেই ১৯ জুলাই নিয়ে স্মৃতিচারণ করে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ নাছির উদ্দীন নাছির বলেছেন, চব্বিশের ১৯ জুলাই ছিল মৃত্যুর খুব কাছ থেকে ফেরার দিন। এ ঘটনার বর্ষপূর্তি উপলক্ষ্যে আজ শনিবার (১৯ জুলাই) ফেসবুকের এক পোস্টে ওই দিনের স্মৃতিচারণ করেন তিনি। 

পোস্টে নাছির লেখেন, গত বছর ১৯ জুলাই আজকের দিনটা ছিল শুক্রবার। সারাদেশে ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেট বন্ধ করার প্রথম দিন। জুমার নামাজের পরে তিনটায় প্রেসক্লাবে বিএনপির বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ছিল। নামাজের পরে আমি ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে প্রেসক্লাবের উদ্দেশ্যে যাওয়ার পথে বিজয়নগর এলাকায় পুলিশ, র‍্যাব ও ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীদের হামলার মুখে পড়ি। আমাদেরকে তিনদিক থেকে গুলিবর্ষণ করা হয়। আমরা কালভার্ট রোডে ঢুকে পাল্টা ইট-পাটকেল ছুঁড়তে থাকি। আমাদের সাথে বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন ভাই এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন ভাই সাহসী ভূমিকা পালন করেন। আক্রমণের মুখে বিচ্ছিন্ন হয়ে যাওয়া নেতাকর্মীদের তারা বারবার একত্রিত করেন!

তিনি আরও লেখেন, আমি একপর্যায়ে রাবার বুলেট দ্বারা বিদ্ধ হই। আমার সঙ্গে  থাকা ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মিল্লাদ হোসেনের হাতে চাইনিজ রাইফেলের গুলি হাতের একপাশ থেকে ঢুকে অন্যপাশ দিয়ে বের হয়ে যায়। মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি ফখরুল ইসলাম ফাহাদের মুখ চাইনিজ রাইফেলের গুলিতে ঝাঁজরা হয়ে যায়। একই সময়ে ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক সদস্য ইমরান গুরুতরভাবে গুলিবিদ্ধ হয়ে এখনও পঙ্গু হাসপাতালে ভর্তি  চিকিৎসাধীন  আছে। প্রতি মুহূর্তে মৃত্যুর সঙ্গে লড়ে যাচ্ছে। ২০২৪ সাল শেষ, ২০২৫-এর ১৯শে জুলাই চলছে! গত এক বছরেও সে হাসপাতাল থেকে ছাড়া পায়নি। 

মৃত্যুকে খুব কাছ থেকে দেখছেন উল্লেখ করে তিনি বলেন, আমি আমরা মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছি! আমাদেরই সহযোদ্ধা হয়ে যারা তাদের আপনজন থেকে ঘরে ফেরার প্রতিশ্রুতি দিয়ে মায়াভরা মুখে বেরিয়েছিলেন তাদেরই পাঁচজন শহীদ হয়েছেন এদিন এই একটি ঘটনায়। অত্যন্ত সৌভাগ্যক্রমে সেইদিন আমরা মৃত্যুকে খুব কাছাকাছি দেখেও  বেঁচে ফিরেছি। অনেকটা দ্বিতীয় জীবন পাওয়ার মতন। সেজন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি।

‘‘যারা আমাদের ঘুম কেড়ে নিয়েছিল, স্বপ্ন চুরমার করে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল তাদের ক্ষমা নাই...। আমরা যাদের  জীবনের বিনিময়ে এই নতুন বাংলাদেশ পেলাম, তাদের ঋণ স্বীকার করছি এবং জুলাই-শহীদদের স্বপ্ন দেখা বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।’’

এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া উৎসব ভাতা নিয়ে নতুন নির্দেশনা
  • ৩১ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন মসজিদ নিয়ে বিতর্ক, যা …
  • ৩১ জানুয়ারি ২০২৬
বিএনপি প্রার্থীর টাকার খাম! মিডিয়া সেলের অস্বীকার, মুফতি উস…
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘ভোটাধিকার হরণ ঠেকাতে কাফনের কাপড় প্রস্তুত রেখেই নির্বাচনে …
  • ৩১ জানুয়ারি ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি ড্রাগ ইন্টারন্যাশনালে, আবেদন শেষ ১৫ ফে…
  • ৩১ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের উপহার পাওয়া অন্ধ গফুরের বাড়িতে হামলা ও লুটপাট
  • ৩১ জানুয়ারি ২০২৬