জামায়াত ক্ষমতায় আসলে মালিক নয় সেবক হবে: আমির

১৯ জুলাই ২০২৫, ০৫:৪০ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৪৭ PM
স্টেজে বসে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির

স্টেজে বসে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির © সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আল্লাহর ইচ্ছা ও জনগণের ভালোবাসায় বাংলাদেশে মানুষের যদি জামায়াতে ইসলামীকে সেবা করার সুযোগ পায়— তাহলে মালিক হবে না, সেবক হবে ইনশাআল্লাহ। আজ শনিবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত জাতীয় সমাবেশে তিনি এ কথা বলেন তিনি।

এর আগে সমাবেশে সভাপতির বক্তব্য দিতে গিয়ে পড়ে যান ডা. শফিকুর রহমান। এ সময় উঠে দাঁড়িয়ে ফের বক্তব্য দিতে গেলে দ্বিতীয়বারও পড়ে যান তিনি। পরে স্টেজে বসে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির।

স্টেজে বসে জামায়াতে ইসলামীর আমির বলেন, আগামীতে যারা জামায়াতে ইসলামী থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে সরকার গঠন করেন তাহলে কোনো এমপি ও মন্ত্রী সরকারি প্লট গ্রহণ করবেন না, ট্যাক্সবিহীন কোনো গাড়িতে চড়বেন না, নিজের হাতে টাকা চালাচালি করবেন না, নির্দিষ্ট কোনো কাজের জন্য বরাদ্দ পেয়ে থাকেন তাহলে কাজ শেষ হওয়ার সাথে সাথে দেশের ১৮ কোটি মানুষের সামনে প্রতিবেদন তুলে ধরতে বাধ্য হবেন।

তিনি আরও বলেন, চাঁদা আমরা নেবো, দুর্নীতি আমরা করবো না। চাঁদা আমরা নিতে দেবো না, দুর্নীতি আমরা সহ্য করবো না। এই বাংলাদেশটাই আমরা দেখতে চাই।

ডা. শফিকুর রহমান বলেন, আমি এখানে জামায়াতের আমির হিসেবে কথা বলতে আসিনি। কারো পক্ষ হয়ে কথা বলতে আসিনি। আমি ১৮ কোটি মানুষের হয়ে কথা বলতে এসেছি। কিন্তু শরীর আমাকে সহযোগিতা করেনি। এটাও আল্লাহর ইচ্ছা- আমি এখন কথা বলতে পারছি।

এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া উৎসব ভাতা নিয়ে নতুন নির্দেশনা
  • ৩১ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন মসজিদ নিয়ে বিতর্ক, যা …
  • ৩১ জানুয়ারি ২০২৬
বিএনপি প্রার্থীর টাকার খাম! মিডিয়া সেলের অস্বীকার, মুফতি উস…
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘ভোটাধিকার হরণ ঠেকাতে কাফনের কাপড় প্রস্তুত রেখেই নির্বাচনে …
  • ৩১ জানুয়ারি ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি ড্রাগ ইন্টারন্যাশনালে, আবেদন শেষ ১৫ ফে…
  • ৩১ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের উপহার পাওয়া অন্ধ গফুরের বাড়িতে হামলা ও লুটপাট
  • ৩১ জানুয়ারি ২০২৬