রাজশাহী এনসিপির যুগ্ম সমন্বয়কারী সাজুকে সাময়িক অব্যাহতি

নাহিদুল ইসলাম সাজু
নাহিদুল ইসলাম সাজু  © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী জেলার যুগ্ম সমন্বয়কারী নাহিদুল ইসলাম সাজুকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। শুক্রবার (২৭ জুন) এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক চিঠিতে সাজুকে সাময়িকভাবে এ অব্যাহতি দেওয়া হয়। 

দলীয় সূত্রে জানা গেছে, বুধবার (২৫ জুন) রাত ১১টার দিকে রাজশাহী নগরীর রানীবাজার এলাকার একটি রেস্তোরাঁয় এনসিপির রাজশাহী জেলার অপর যুগ্ম সমন্বয়কারী ফিরোজ আলমের সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে তার বুকে লাথি মারেন সাজু। ঘটনাটি উপস্থিত ছিলেন জেলা সমন্বয়ক কমিটির প্রধান সমন্বয়কারী রাশেদুল ইসলাম।

উভয় নেতা একে অপরকে আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগে অভিযুক্ত করে ‘তুই আওয়ামী লীগ’ বলে কটাক্ষ করেন। এ নিয়ে বচসার একপর্যায়ে শারীরিক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ফিরোজ আলম অসুস্থ হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে শুক্রবার (২৭ জুন) এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক চিঠিতে সাজুকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে তিন দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। তাকে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে দলের শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিনের কাছে।


সর্বশেষ সংবাদ