শহীদ যুবদল নেতার ছেলেকে বিদেশে পাঠাতে আর্থিক সহায়তা দিলেন তারেক রহমান

আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান
আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান  © সংগৃহীত

শহীদ যুবদল নেতা শামীম মিয়ার সন্তান অনিক মিয়াকে বিদেশে পাঠানোর জন্য আর্থিক সহায়তা প্রদান করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ মঙ্গলবার (১৭ জুন) এ সহায়তা প্রদান করা হয়।

সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম আজাদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য (দপ্তরে সংযুক্ত) আব্দুস সাত্তার পাটোয়ারী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও জয়পুরহাট-২ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী মো. আব্বাস আলী, যুবদলের কেন্দ্রীয় নেতা রয়েল সরদার, স্বেচ্ছাসেবক দলের নেতা সোহেল খানসহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা এবং শহীদ শামীম মিয়ার পরিবারের সদস্যরা।

এসময় নেতারা শহীদ শামীমের পরিবারের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং অনিক মিয়ার ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।

প্রসঙ্গত, ২০২৩ সালের ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে শহীদ হন যুবদল নেতা শামীম মিয়া।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!