বৃষ্টির মধ্যেই ইশরাকের আগমন, উত্তাল নগরভবন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৯ মে ২০২৫, ০৪:২০ PM , আপডেট: ২৯ মে ২০২৫, ০৭:১৮ PM
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে আজও অবস্থান কর্মসূচি পালন করছেন তার সমর্থকেরা। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে বৃষ্টির মধ্যেই নগরভবনে প্রবেশ করেন ইশরাক হোসেন।
এ সময় ‘শপথ শপথ শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই;’ ‘মেয়র নিয়ে টালবাহানা, সহ্য করা হবে না’; ‘চলছে লড়াই চলবে, ইশরাক ভাই লড়বে’; ‘নগর পিতা ইশরাক ভাই, আমরা তোমায় ভুলি নাই’ স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো নগর ভবন।
শ্রমিক কর্মচারী ইউনিয়নের কর্মচারী মোহন বলেন, ‘আমাদের দাবি একটাই ইশরাক হোসেনকে মেয়র পদের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের মেয়র ইশরাককে দায়িত্ব বুঝিয়ে দেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা কেউ কোনো কার্যক্রমে অংশ নেব না।’
এদিকে ঢাকাবাসীর সমন্বয়ক সাবেক সচিব মশিউর রহমান বলেন, ‘এটি একটি যৌক্তিক আন্দোলন। আমাদের দাবি একটাই, মেয়র ইশরাককে তার প্রাপ্য দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। অন্তবর্তীকালীন সরকার এটা নিয়ে নাটক শুরু করেছে। আমরা কোনো নাটকের ধার ধারি না। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলতেই থাকবে।’
প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়। কিন্তু ৩ মার্চ নির্বাচনের ফল বাতিল ও গেজেট অবৈধ ঘোষণার দাবিতে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করেন। এরপর দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে, ২০২৫ সালের ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল ওই নির্বাচন বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা দেন।
মেয়র হিসেবে ইশরাকের শপথের বিষয়ে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়। চিঠির পরও কোনো উদ্যোগ না নেওয়ায় ইশরাকের সমর্থকেরা গত ১৪ মে থেকে বিক্ষোভ করছেন। মাঝে ৪৮ ঘণ্টার বিরতির পর আবার তাঁদের কর্মসূচি শুরু হয়। টানা ১৬ দিনের আন্দোলনে নগর ভবনের সব সেবা বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।