ইশরাকের মেয়র হতে নতুন আরও এক বাধা

ইশরাক হোসেন
ইশরাক হোসেন  © সংগৃহীত

বিএনপি নেতা  ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি)মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। তবে এ আদেশের বিরুদ্ধে রবিবারের (২৫ মে)  রিটকারী  আপিল ডিভিশনে আবেদন করবেন বলে জানিয়েছেন রিটকারীর পক্ষের আইনজীবী মোহাম্মদ হোসেন। এতে করে ইশরাকের মেয়র হতে নতুন আরও এক বাধা সামনে এসে দাঁড়াল।

মোহাম্মদ হোসেন বলেন, ‘হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে। এতে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় এবং ইসির গেজেটের কার্যক্রম স্থগিত চাওয়া হবে। আজকে সম্ভব না হলে পরবর্তী কার্যদিবসে আপিল বিভাগে আবেদন করার চেষ্টা করব।’ 

তিনি আরও বলেন, ‘স্থানীয় সরকার মন্ত্রণালয় ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর আয়োজন করবে কিনা সেটি মন্ত্রণালয়ের ওপর নির্ভর করছে। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যেহেতু বিষয়টি সাবজুডিস, হাইকোর্ট লোকাস স্ট্যান্ডি গ্রাউন্ডে এ মামলাটি খারিজ করে দিয়েছেন। মোশন হিয়ারিংয়ে আমরা যদি এই বিষয়টি আপিল বিভাগে স্যাটিসফাই করতে পারি, তাহলে আমরা আমাদের পক্ষে আদেশ পাব বলে আশা রাখছি।’ 

এর আগে, বৃহস্পতিবার (২২ মে) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ ইশরাককে মেয়র ঘোষণা করে ইসির দেওয়া গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিটটি সরাসরি খারিজ করে দেয়। 

প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়। কিন্তু ৩ মার্চ  নির্বাচনের ফল বাতিল ও গেজেট অবৈধ ঘোষণার দাবিতে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করেন। এরপর দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে, ২০২৫ সালের ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল ওই নির্বাচন বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা দেন।

মেয়র হিসেবে ইশরাকের শপথের বিষয়ে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়। চিঠির পরও কোনো উদ্যোগ না নেওয়ায় ইশরাকের সমর্থকেরা গত ১৪ মে থেকে বিক্ষোভ করছেন। 


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!