২০২৩-এ খুলনা সিটি নির্বাচনের ফল বাতিলের দাবি স্বতন্ত্র মেয়র প্রার্থীর
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ মে ২০২৫, ০৫:০৮ PM , আপডেট: ১৬ মে ২০২৫, ০৮:৩২ AM
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩-এ ব্যাপক অনিয়ম ও ভোট জালিয়াতির অভিযোগ তুলে নির্বাচনের ফলাফল বাতিলের দাবি জানিয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী এস এম শফিকুর রহমান মুশফিক।
আজ সোমবার (১২ মে) দুপুর ২টার পর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত আবেদন জমা দেন তিনি।
‘টেবিল ঘড়ি’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা এই প্রার্থী দাবি করেছেন, "প্রকৃত ভোটের বিচারে তিনিই নির্বাচনে জয়ী হন, তবে নির্বাচনকে প্রভাবিত করে নৌকা মার্কার মনোনীত প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে"
লিখিত অভিযোগে শফিকুর রহমান জানান, "ভোটের দিন খুলনা সিটির বিভিন্ন কেন্দ্র জুড়ে ভয়ভীতি, জাল ভোট, প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ এবং আমার এজেন্টদের কেন্দ্রে ঢুকতে না দেওয়াসহ একাধিক অনিয়ম সংঘটিত হয়েছে।"
তিনি আরও দাবি করেন, "তার সমর্থকদের ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়েছে এবং অনেক কেন্দ্রে তার এজেন্টদের জোরপূর্বক বের করে দিয়ে ভোটগ্রহণ চালানো হয়েছে।"
তার অভিযোগ, "এই অনিয়মের বিষয়গুলো একাধিকবার রিটার্নিং অফিসারকে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বরং প্রশাসনের নির্লিপ্ত ভূমিকার কারণে ভোটারদের আস্থা এবং গণতন্ত্র চরমভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে।"
তিনি বলেন, "আমি বিশ্বাস করি, জনগণের প্রকৃত রায় অনুযায়ী আমি জয়ী হয়েছি। কিন্তু ইভিএম ব্যবস্থার মাধ্যমে কারচুপি করে নৌকা প্রতীকের প্রার্থী তালুকদার আবদুল খালেককে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এই ফলাফল সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও রাজনৈতিক প্রভাবসৃষ্ট।"
এসময় স্বতন্ত্র ওই প্রার্থীর সঙ্গে প্রয়াত জামায়াতে ইসলামীর নেতা ও নায়েবে আমির দেলোয়ার হোসাইন সাঈদির ছেলে শামীম সাঈদী সহ আরও একজন উপস্থিত ছিলেন।