ডাকসু: কবি সুফিয়া কামাল হলে স্বতন্ত্র প্যানেল ঘোষণা
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ০২ মার্চ ২০১৯, ০৩:০১ PM , আপডেট: ০২ মার্চ ২০১৯, ০৩:৩২ PM
দীর্ঘ ২৮ বছর পর আগামী ১১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনকে সামনে রেখে কবি সুফিয়া কামাল হলের হল সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্যানেল ঘোষনা করা হয়েছে। প্যানেলের প্রার্থীরা ইতোমধ্যে নির্বাচনের প্রচারণাও শুরু করেছেন।
কবি সুফিয়া কামাল হলে স্বতন্ত্র প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে লড়ছেন ফার্মেসী বিভাগের তানজিন আক্তার সুমা। এছাড়া সাধারন সম্পাদক (জিএস) পদে প্রার্থী হচ্ছেন ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজ বিভাগের মনিরা শারমিন।
প্যানেলের অন্য প্রার্থীরা হলেন, সহ সাধারন সম্পাদক (এজিএস) ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজ বিভাগের লুৎফুন্নাহার, সাহিত্য সম্পাদক পদে খাদ্য ও পুষ্টি বিজ্ঞান ইনস্টিটিউটের শারমিলি জাহান প্রমি, সংস্কৃতি সম্পাদক পদে উর্দু বিভাগের দুর্তি অরণ্য চৌধুরী, পাঠকক্ষ সম্পাদক পদে অনুজীব বিজ্ঞানের অর্পিতা শ্যামাদেব, বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক পদে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ইসরাত জাহান, অভ্যন্তরীন ক্রীড়া সম্পাদক পদে অনুজীব বিজ্ঞান বিভাগের ইসরাত ইসলাম এবং সমাজসেবা সম্পাদক পদে লড়ছেন ফার্মেসী বিভাগের রিপা কুন্ডু।